ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ৩১ জুলাই, ২০২০ ১১:৫৬

চাঁদপুরে ৪০টি গ্রামে ঈদ উদযাপিত

অনলাইন ডেস্ক
চাঁদপুরে ৪০টি গ্রামে ঈদ উদযাপিত

সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের ৪০টি গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফ সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদে সকাল ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। 

ঈদের নামাজে ইমামতি করেন সাদ্রা রহমানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা কাউছার হামিদ নেছারী। এসময় শতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেয়। পরে ক্রমান্বয়ে ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তিসহ ৫উপজেলার প্রায় ৪০টি গ্রামে আজ আগাম ঈদ উদযাপিত হচ্ছে। নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত করা হয়।

 

উপরে