ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৭ জুলাই, ২০২০ ১৮:০৪

প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন ডা. জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন ডা. জাফরুল্লাহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার দুপুরে ২ হাজার ৬৬৪ শব্দের খোলা চিঠিটি প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

দেশ রূপান্তরকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

মিন্টু বলেন, “চিঠিতে প্রধানমন্ত্রীকে ঈদের দিন গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে তাকে দেখতে যেতে বলেছেন। এমনটা করলে দেশের জনগণ খুশি হবে বলেও জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী।”

আগস্টে গণস্বাস্থ্য কেন্দ্রে কভিড-১৯ চিকিৎসা কার্যক্রম শুরু হবে— চিঠিতে উল্লেখ করে এর উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন জাফরুল্লাহ।

চিঠির শুরুতে বিষয় হিসেবে লেখেন, 'প্রিয় প্রধানমন্ত্রীর কাছে একজন নাগরিকের খোলা চিঠি'। সেখানে করোনাকালীন স্বাস্থ্যসেবা বিষয়ক নানান সমস্যার কথা তুলে ধরেন তিনি।

এ ছাড়া সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দেশবাসীকে উপহার দেওয়ার অনুরোধ করা হয়েছে এ চিঠিতে।

 

 

 

উপরে