ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৭ জুলাই, ২০২০ ১৩:৪৭

আজ ভারতের ‘ঈদ উপহার’ পাবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
আজ ভারতের ‘ঈদ উপহার’ পাবে বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ‘ঈদ উপহার’ হিসেবে আজ সোমবার (২৭ জুলাই) ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন (লোকোমোটিভ) দিচ্ছে ভারতীয় রেলওয়ে। ঈদুল আজহার আগে এ রেল ইঞ্জিনগুলোকে ‘ঈদ উপহার’ হিসেবেই দেখছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

গতকাল রোববার মন্ত্রী বলেন, ‘ভারতীয় রেলওয়ে ২৭ জুলাই আমাদের ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার হিসেবে দেবে। এ বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।’ রেলপথ মন্ত্রী আরো বলেন, ‘ওই দিন দুপুর আড়াইটার মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও আমি নিজে এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও রেলমন্ত্রী ভিডিও কনরফারেন্সের মাধ্যমে এ ইঞ্জিন উপহার অনুষ্ঠানে অংশ নেব।’ তিনি আরও জানান, ‘ইঞ্জিনগুলো হস্তান্তরে ভারতীয় রেলের পক্ষ থেকে দর্শনা সীমান্তে (ওপারে গেদে সীমান্ত) আনুষ্ঠানিকতা পালন করা হবে।’

উপরে