বাংলায় অনুবাদ হবে হজের ভাষণ
অনলাইন ডেস্ক
চলতি বছর হজের ভাষণ বাংলায়ও অনুবাদ করা হবে। ৯ জিলহজ আরাফার ময়দানে প্রদত্ত ভাষণ এত দিন শুধু পাঁচ ভাষায় অনূদিত হতো। এবার তা বাড়িয়ে ১০টি করার সিদ্ধান্ত হয়েছে এবং তাতে যুক্ত হয়েছে বাংলা ভাষাও।
সৌদি আরবের পবিত্র দুই মসজিদের ‘জেনারেল প্রেসিডেন্সি’র প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস সৌদি আরবের গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আরাফার ভাষণ ১০ ভাষায় প্রচারের সিদ্ধান্ত হয়েছে।’ নির্ধারিত ১০টি ভাষা হলো—ইংরেজি, মালয়, উর্দু, পার্সিয়ান, ফরাসি, চীনা, তুর্কি, রুশ, হাউসা ও বাংলা। আরাফার ভাষণ ‘মানারাত আল-হারামাইন প্ল্যাটফর্ম’ ও সৌদি প্রেস এজেন্সিতে প্রচার করা হবে।
উল্লেখ্য, বিগত তিন বছর যাবত আরাফার ভাষণ পাঁচটি ভাষায় অনূদিত হচ্ছে।
সূত্র : সৌদি গেজেট