ভারত বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন উপহার দিচ্ছে
অনলাইন ডেস্ক
বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন (লোকোমোটিভ) দিচ্ছে ভারত।
রেলওয়ে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ওই ১০টি ব্রডগেজ লকোমোটিভ বাংলাদেশকে হস্তান্তর করবে ভারত।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন বলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বাংলাদেশ রেলওয়ের ৭২ শতাংশ লোকোমোটিভের উপযোগ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এ সংকট কাটাতে প্রথমবারের মতো গত বছর ভারত থেকে ইঞ্জিন ভাড়া করার উদ্যোগ নিয়েছিল সরকার।