ঈদের আগে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করছে বিমান

আগামী ২৫ জুলাই থেকে অভ্যন্তরীণ তিনটি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
করোনা পরিস্থিতির মধ্যে যাত্রী সঙ্কটের কথা বলে এতদিন আভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রাখালেও শনিবার থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করা হবে।
বুধবার বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।
মহামারী শুরুর আগের ভাড়াতেই যাত্রীরা বিমানে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন তাহেরা খন্দকার।
প্রসঙ্গত, করোনা সঙ্কটে গত মার্চ থেকে বাংলাদেশে সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে প্রায় আড়াই মাস ফ্লাইট চলাচল বন্ধ ছিল। বিধিনিষেধ শিথিল হওয়ার পর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১ জুন ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সৈয়দপুরে বিমান চলাচল শুরু হয়।
কিন্তু যাত্রী সঙ্কটে ফ্লাইট চালুর প্রথমদিন ৬টি ফ্লাইটের মধ্যে মাত্র ২টি পরিচালিত হয়। এরপর আর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করেনি বিমান। এরপর যশোর, বরিশাল ও রাজশাহীতে অন্য সংস্থার ফ্লাইট চালু হলেও বিমানের কোনো ফ্লাইট চলেনি।