হঠাৎ অসুস্থ আল্লামা আহমদ শফী, আইসিইউতে ভর্তি
এক মাস পর আবারও হাসপতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফি ফের অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৩টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অসুস্থ্যের কথা জানিয়েছেন আল্লামা শফি’র ছেলে মাওলানা আনাস মাদানী।
মাওলানা আনাস মাদানী জানান, দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসকদের পরামর্শে উনাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়। শরীরের অবস্থা অতটা জটিল না হলেও সতর্কতার অংশ হিসেবে চিকিৎসরা উনাকে আইসিইউতে রেখেছেন। বুধবার সকালে বিশেষজ্ঞ চিকিৎসকরা বোর্ড মিটিংয়ে বসবেন। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আল্লামা শফীর ছোট ছেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনাস মাদানী গণমাধ্যমে নিশ্চিত বলেন, শারীরিক দুর্বলতা ও বাধর্ক্যজনিত রোগের কারণে নিয়মিত চেকআপে আসলে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ আল্লামা শফীকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করান। আহমদ শফী এর আগেও বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানান আনাস মাদানী।