ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৫ জুলাই, ২০২০ ১৫:১৭
সূত্র :

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড; নিহত ৪ জনের পরিবারকে ৩০ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক
ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড; নিহত ৪ জনের পরিবারকে ৩০ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ

ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুনে পাঁচ রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে চার পরিবারকে ১৫ দিনের মধ্যে ৩০ লাখ টাকা করে দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, আগুনে প্রাণ হারানো মো. মনির হোসেনের পরিবার ২০ লাখ টাকায় সমঝোতা করেছে বলে জানা গেছে।

এ সংক্রান্ত তিনটি রিট আবেদনের শুনানির পর বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

গত ২৯ জুন আদালত এক আদেশে ইউনাইটেড হাসপাতালকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে ১২ জুলাইয়ের মধ্যে সমঝোতা করতে বলে ১৩ জুলাই আদেশের জন্য রেখেছিল। উল্লেখ্য, গত ২৭ মে রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনাভাইরাসের রোগীদের জন্য স্থাপিত আইসোলেশন ইউনিটে আগুন লাগে। আধা ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও পাঁচজন রোগী মারা যান। মৃতদের মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

 

উপরে