করোনায় মৃত তিন সাংবাদিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান বসুন্ধরা গ্রুপের
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া তনি সাংবাদকিরে পরবিারকে ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা অনুদান দয়িছেে দশেরে র্শীষস্থানীয় শল্পিগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। আজ রববিার রাজধানীর বসুন্ধরা আবাসকি এলাকায় অবস্থতি বসুন্ধরা ইন্ডাস্ট্রয়িাল হডে কোয়াটারস-১ এ আয়োজতি অনুষ্ঠানে প্রত্যকে সাংবাদকিরে পরবিারকে ৫ লাখ টাকার চকে হস্তান্তর করনে বসুন্ধরা গ্রুপরে ব্যবস্থাপনা পরচিালক সায়মে সোবহান আনভীর। এ সময় বাংলাদশে প্রতদিনি সম্পাদক এবং নউিজ টোয়ন্টেফিোর ও রডেওি ক্যাপটিালরে সইিও নঈম নজিাম এবং কালরে কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মলিনসহ বসুন্ধরা গ্রুপরে র্ঊধতন র্কমর্কতারা উপস্থতি ছলিনে।
করোনায় প্রাণ হারানো দনৈকি সময়রে আলো পত্রকিার প্রধান প্রতবিদেক ও নগর সম্পাদক হুমায়ুন কবরি খোকনরে পক্ষে তার স্ত্রী শারমীন সুলতানা রীনা, সনিয়ির সাব এডটির মাহমুদুল হাকমি অপুর পক্ষে তার স্ত্রী আরফিা সুলতানা ও দনৈকি ভোররে কাগজরে আসলাম রহমানরে পক্ষে তার স্ত্রী ফাতমো রহমান চকে গ্রহণ করনে।
বাংলাদশে প্রতদিনি সম্পাদক বলনে, করোনাভাইরাসরে বলি হয়ছেনে আমাদরে তনিজন সাংবাদকি। জীবনকে উৎর্সগ করায় বসুন্ধরা গ্রুপ ও ইস্টওয়স্টে মডিয়িা গ্রুপরে পক্ষ থকেে ব্যবস্থাপনা পরচিালক সায়মে সোবহান আনভীর প্রত্যকে পরবিারকে ৫লাখ টাকা করে অনুদান প্রদান করছেনে। অতীতওে সংবাদর্কমী ও সাংবাদকিরা কোনো সংকটে পড়লে বসুন্ধরা গ্রুপ পাশে দাঁড়ানোর চষ্টো করছে।ে তারই ধারাবাহকিতায় আজ করোনার বলি হওয়া এই তনি সাংবাদকিরে পরবিাররে প্রতি সহায়তার হাত বাড়য়িে দয়িছেে বসুন্ধরা গ্রুপ।