ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১২ জুলাই, ২০২০ ১৫:৩৮
সূত্র :

করোনায় মৃত তিন সাংবাদিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান বসুন্ধরা গ্রুপের

অনলাইন ডেস্ক
করোনায় মৃত তিন সাংবাদিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান বসুন্ধরা গ্রুপের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া তনি সাংবাদকিরে পরবিারকে ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা অনুদান দয়িছেে দশেরে র্শীষস্থানীয় শল্পিগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। আজ রববিার রাজধানীর বসুন্ধরা আবাসকি এলাকায় অবস্থতি বসুন্ধরা ইন্ডাস্ট্রয়িাল হডে কোয়াটারস-১ এ আয়োজতি অনুষ্ঠানে প্রত্যকে সাংবাদকিরে পরবিারকে ৫ লাখ টাকার চকে হস্তান্তর করনে বসুন্ধরা গ্রুপরে ব্যবস্থাপনা পরচিালক সায়মে সোবহান আনভীর। এ সময় বাংলাদশে প্রতদিনি সম্পাদক এবং নউিজ টোয়ন্টেফিোর ও রডেওি ক্যাপটিালরে সইিও নঈম নজিাম এবং কালরে কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মলিনসহ বসুন্ধরা গ্রুপরে র্ঊধতন র্কমর্কতারা উপস্থতি ছলিনে। 

করোনায় প্রাণ হারানো দনৈকি সময়রে আলো পত্রকিার প্রধান প্রতবিদেক ও নগর সম্পাদক হুমায়ুন কবরি খোকনরে পক্ষে তার স্ত্রী শারমীন সুলতানা রীনা, সনিয়ির সাব এডটির মাহমুদুল হাকমি অপুর পক্ষে তার স্ত্রী আরফিা সুলতানা ও দনৈকি ভোররে কাগজরে আসলাম রহমানরে পক্ষে তার স্ত্রী ফাতমো রহমান চকে গ্রহণ করনে।

বাংলাদশে প্রতদিনি সম্পাদক বলনে, করোনাভাইরাসরে বলি হয়ছেনে আমাদরে তনিজন সাংবাদকি। জীবনকে উৎর্সগ করায় বসুন্ধরা গ্রুপ ও ইস্টওয়স্টে মডিয়িা গ্রুপরে পক্ষ থকেে ব্যবস্থাপনা পরচিালক সায়মে সোবহান আনভীর প্রত্যকে পরবিারকে ৫লাখ টাকা করে অনুদান প্রদান করছেনে। অতীতওে সংবাদর্কমী ও সাংবাদকিরা কোনো সংকটে পড়লে বসুন্ধরা গ্রুপ পাশে দাঁড়ানোর চষ্টো করছে।ে তারই ধারাবাহকিতায় আজ করোনার বলি হওয়া এই তনি সাংবাদকিরে পরবিাররে প্রতি সহায়তার হাত বাড়য়িে দয়িছেে বসুন্ধরা গ্রুপ।

উপরে