বাংলাদেশিদের 'ভাইরাস বোমা' বলেননি ইতালির প্রধানমন্ত্রী
ইতালরি প্রধানমন্ত্রী জুসপ্পেে কোন্তে বাংলাদশেি নাগরকিদরে ভাইরাস বোমা বলনেনি বলে জানয়িছেে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনবিার বাংলাদশের পররাষ্ট্র মন্ত্রণালয় থকেে এক সংবাদ বজ্ঞিপ্ততিে এ তথ্য নশ্চিতি করা হয়ছে।ে
তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে বাংলাদশেরে কয়কেটি পত্রকিায় সংবাদ প্রকাশতি হয়ছেে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়রে বজ্ঞিপ্ততিে বলা হয়ছে।ে
বজ্ঞিপ্ততিে বলা হয়ছে,ে বাংলাদশেরে কছিু গণমাধ্যম ভুলভাবে ইতালরি প্রধানমন্ত্রীর বক্তব্য প্রকাশ করছে।ে ইতালরি প্রধানমন্ত্রী সম্প্রতি স্প্যানশি একটি টভিি চ্যানলেকে দওেয়া সাক্ষাৎকারে তার মাদ্রদি সফর সর্ম্পকে কথা বলছেনে। তখন তনিি সখোনে বলছেনে, বাংলাদশেসহ ১২টি দশেরে সঙ্গে বমিান যোগাযোগ বন্ধ করছেে ইতাল।ি কারণ তারা আবারও করোনাভাইরাসরে মহামররি মধ্যে পড়তে চায় না।
পররাষ্ট্র মন্ত্রণালয়রে বজ্ঞিপ্ততিে বলা হয়ছে,ে আমরা জোর দযি়ে বলতে চাই, ইতালরি প্রধানমন্ত্রী কখনও বাংলাদশেদিরে সর্ম্পকে এ জাতীয় কোনো কথা বলনেন।ি
দুই দশেরে দ্বপিক্ষীয় সর্ম্পকে নতেবিাচক প্রভাব পড়ে এমন ধরনরে খবর প্রকাশ না করার জন্য গণমাধ্যমরে প্রতি অনুরোধ জানয়িছেে পররাষ্ট্র মন্ত্রণালয়।