ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১১ জুলাই, ২০২০ ১৭:১৩
সূত্র :

করোনায় ২৪ ঘণ্টায় ৩০ মৃত্যু, শনাক্ত ২৬৮৬

অনলাইন ডেস্ক
করোনায় ২৪ ঘণ্টায় ৩০ মৃত্যু, শনাক্ত ২৬৮৬

দশেে করোনাভাইরাসে (কোভডি-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন প্রাণ হারয়িছেনে। এ নয়িে ভাইরাসটতিে মৃতরে সংখ্যা বড়েে দাঁড়াল দুই হাজার ৩০৫ জন।ে একই সময়ে আক্রান্ত হসিবেে শনাক্ত হয়ছেনে আরও দুই হাজার ৬৮৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৮১ হাজার ১২৯ জন।েদশেে করোনাভাইরাসে (কোভডি-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন প্রাণ হারয়িছেনে। এ নয়িে ভাইরাসটতিে মৃতরে সংখ্যা বড়েে দাঁড়াল দুই হাজার ৩০৫ জন।ে

করোনাভাইরাস বষিয়ে শনবিার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধদিফতররে নয়িমতি হলেথ বুলটেনিে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলটেনি উপস্থাপন করনে অধদিফতররে অতরিক্তি মহাপরচিালক অধ্যাপক ডা. নাসমিা সুলতানা।

বুলটেনিে ডা. নাসমিা করোনাভাইরাস থকেে সুরক্ষতি থাকতে সবাইকে স্বাস্থ্যবধিি মনেে চলার আহ্বান জানান।

বশ্বৈকি পরস্থিতিি করোনাভাইরাসরে ছোবলে গোটা বশ্বি এখন মৃত্যুপুরীতে পরণিত হয়ছে।ে গত ডসিম্বেরে চীনরে উহান শহর থকেে ছড়ানোর পর বশ্বিজুড়ে এ ভাইরাসে আক্রান্তরে সংখ্যা এখন এক কোটি ২৬ লাখ ৩৯ হাজাররে বশে।ি মৃতরে সংখ্যা পাঁচ লাখ ৬৩ হাজার ছাড়য়িছে।ে তবে পৌনে ৭৪ লাখরে মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়ছেনে। বাংলাদশেে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ র্মাচ। প্রথম মৃত্যু হয় ১৮ র্মাচ।

উপরে