‘কোরবানিতে বিদেশ থেকে একটি পশুও আমদানি করা হবে না’
কোরবানরি পশু বক্রিরি অনলাইন প্লাটর্ফম ‘ডএিনসসিি ডজিটিাল হাট’ সময়োচতি পদক্ষপে বলে জানয়িছেনে মৎস্য ও প্রাণসিম্পদ মন্ত্রী শ ম রজোউল করমি। তনিি আরও বলনে, ‘দশেরে খামাররিা চমৎকার গবাদপিশু উৎপাদন করছনে। বাজারে যা দরকার তার চয়েে বশেি উৎপাদন রয়ছে।ে এবছর বদিশে থকেে একটা পশুও আমদানি করা হবে না। কুরবানরি জন্য যে পরমিাণ গবাদপিশুর সরবরাহ দরকার তা দশেইে রয়ছে।ে’
আজ শনবিার (১১ জুলাই) ঢাকা উত্তর র্কপোরশেনরে উদ্যোগে কোরবানরি পশু বক্রিরি অনলাইন প্লাটর্ফম ‘ডএিনসসিি ডজিটিাল হাট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলনে প্রাণসিম্পদ মন্ত্রী। মন্ত্রী বলনে, ‘আসন্ন ঈদুল আজহায় স্বাস্থ্যসম্মত উপায়ে র্পযাপ্ত গবাদপিশু সরবরাহ ও বপিণনরে মাধ্যমে স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানি করে পরবিশে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নওেয়া হব।ে গবাদপিশু বপিণন ও পরবিহন সমস্যা সমাধানে প্রাণসিম্পদ অধদিপ্তরে হটলাইন স্থাপন করা হব।ে একইসাথে মন্ত্রণালয়রে র্কমর্কতাদরে সমন্বয়ে মনটিরংি টমি গঠন করা হব।ে কোরবানরি হাটে স্বাস্থ্যবধিি প্রচাররে ব্যবস্থা নওেয়া হব।ে’ এ সময় ডএিনসসিি ডজিটিাল হাটে আনলাইনে একটি কোরবানরি পশুর বুকংি দনে প্রাণসিম্পদ মন্ত্রী। প্রাণসিম্পদ অধদিপ্তররে তথ্য অনুযায়ী, এ বছর ১ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫০০টি গবাদপিশু কোরবানরি জন্য মজুত রয়ছে।ে যার মধ্যে হৃষ্টপুষ্টকৃত গরু-মহষিরে সংখ্যা ৪৫ লাখ ৩৮ হাজার এবং ছাগল-ভড়োর সংখ্যা ৭৩ লাখ ৫৫ হাজার ও অন্যান্য ৪ হাজার ৫০০ট।ি ঢাকা উত্তর সটিি র্কপোরশেনরে ময়ের আতকিুল ইসলামরে সভাপতত্বিে অনুষ্ঠানে প্রধান অতথিি হসিবেে উপস্থতি ছলিনে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বশিষে অতথিি ছলিনে বাণজ্যিমন্ত্রী টপিু মুনশ,ি মৎস্য ও প্রাণসিম্পদ মন্ত্রী শ ম রজোউল করমি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতমিন্ত্রী জুনায়দে আহমদে পলক, ঢাকা বভিাগীয় কমশিনার মোস্তাফজিুর রহমান, এফবসিসিআিই প্রসেডিন্টে শখে ফজলে ফাহমি, বাংলাদশে ডইেরি র্ফাম অ্যাসোসয়িশেনেরে প্রসেডিন্টে মোহাম্মদ ইমরান হোসনে।