এখনো ধোরাছোঁয়ার বাইরে সেই ডাক্তার
টস্টে না করইে করোনাভাইরাস সংক্রমণরে সনদপত্র দয়িে রোগীদরে সঙ্গে প্রতারণা করা জকেজেি হলেথকয়োররে কয়কেজন র্কমর্কতা কারাগারে থাকলওে এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়ে গছেনে প্রতষ্ঠিানটরি চয়োরম্যান ডা. সাবরনিা আরফি চৌধুরী। জকেজেি হলেথ কী করে করোনার নমুনা সংগ্রহরে অনুমতি পলে, পরীক্ষা ছাড়াই করোনার রপর্িোট প্রদানে স্বাস্থ্য অধদিপ্তররে কউে জড়তি রয়ছেনে কনিা- এসব বষিয় খতয়িে দখেছে গোয়ন্দোরা।
জাতীয় হৃদরোগ ইনস্টটিউিট ও হাসপাতালে রজেস্ট্রিার চকিৎিসক হসিবেে দায়ত্বি পালন করছনে ডা. সাবরনিা আরফি চৌধুরী। সরকারি প্রতষ্ঠিানে চাকরি করওে তনিি ছলিনে জকেজেি হলেথকয়োররে চয়োরম্যান। এই পরচিয়ে তনিি স্বাস্থ্য অধদিফতররে সঙ্গে যোগাযোগ করতনে এবং কথা বলতনে গণমাধ্যমরে সঙ্গ।ে এটি সরকারি চাকরি বধিমিালার সুষ্পষ্ট লংঘন। তার আবদেনইে জকেজেি হলেথকয়োর করোনার নমুনা সংগ্রহরে বুথ স্থাপনরে কাজ পায়। তনিি নজিে জকেজেরি র্কমীদরে ততিুমীর কলজেে প্রশক্ষিণ দয়িছেনে। অথচ তারই প্রতষ্ঠিান করোনা টস্টেরে নামে দনিরে পর দনি মানুষকে ঠকয়িে আসছলি তার প্রতষ্ঠিান। প্রতারণার দায়ে স্বামী আরফি চৌধুরীসহ গ্রফেতার হয়ে কারাগারে আছনে ৬ জন।
যদওি এখন জকেজে’ির র্দুনীতি ধরা পরবার পরে ডা. সাবরনিা দাবি করছেনে, তনিি ১ মাস আগইে পদ ছডে়ে দযি়ছেনে। আবার বলছনে যে তনিি কখনওই চযে়ারম্যান ছলিনে না, সবাই নাকি মুখে মুখে ডাকতো। অনলাইনে এই সলেব্রিটিরি বহু ভডিওি ক্লপিংিস আছে যখোনে তনিি নজিকেে জকেজেরি চয়োরম্যান হসিবেে পরচিয় দয়িছেনে। পুলশি জানয়িছে,ে জকেজেি হলেথকয়োররে অবধৈ র্কমকাণ্ডরে বষিয়ে তদন্ত অনকেটাই গুছয়িে আনা হয়ছে।ে তাদরে সন্দহে, এর পছেনে জড়তি রয়ছেনে প্রভাবশালী ব্যক্তরিাও। ডা. সাবরনিার র্কমকাণ্ডও অনুসন্ধান করছে পুলশি।
এ প্রসঙ্গে তজেগাঁও জোনরে উপ-পুলশি কমশিনার মো.হারুন অর রশদি বলনে, তাদরে সঙ্গে সমাজরে অনকে উচ্চপদস্থ র্কমর্কতার সর্ম্পক থাকতে পার।ে তাই আমরা তদন্ত করে দখেছি এর সঙ্গে অন্য দফতররে কোন র্কমর্কতা জড়তি রয়ছেনে কি না। এবং তাদরে বরিুদ্ধে কোন ব্যবস্থা নয়ো হচ্ছে কি না সটোও আমরা তদন্ত করে দখেছ।ি
স্বাস্থ্য অধদিপ্তররে অতরিক্তি মহাপরচিালক ডা. নাসমিা সুলতানা বলনে, ওরা তো নমুনা সংগ্রহ করার জন্য আমাদরে সাথে একটা চুক্তি করছেলি। সটো তো আমরা সদেনিই বাতলি করে দয়িছে।ি সটো তো ওভাল গ্রুপরে (জকেজেি হলেথ কয়োর) তাদরে সাথে তো আমাদরে কোনো সর্ম্পক নইে। আমাদরে তো ছলি, তারা নমুনা সংগ্রহ করতে সাহায্য করব।ে আমরা সদেনিই বাতলি করছে।ি
পুলশি জানয়িছে,ে জকেজেরি প্রতারণার সাথে স্বাস্থ্য অধদিপ্তররে কারা জড়তি, তাও খতয়িে দখো হচ্ছ।ে এ বষিয়ে তজেগাঁও জোনরে উপ-পুলশি কমশিনার মো.হারুন অর রশদি বলনে, তারা যে তাদরে বরিুদ্ধে কোন ব্যবস্থা নয়িছে,ে সটো কন্তিু আমরা এখনো দখেনি।ি এ ধরনরে জালয়িাতরি সঙ্গে যারাই জড়তি থাকব।ে প্রত্যকেরে বরিুদ্ধইে ব্যবস্থা নয়ো হব।ে দ্রুতই জড়তিদরে বরিুদ্ধে র্চাজশটি দাখলি করা হবে বলওে জানয়িছেে পুলশি।