৬৬০ ওসিকে একযোগে আইজিপির কঠোর বার্তা
বাংলাদশেরে ইতহিাসে প্রথমবাররে মতো পুলশিরে ইন্সপক্টের জনোরলে (আইজপি)ি দশেরে ৬৬০টি থানার সকল অফসিার ইনর্চাজদরে (ওস)ি সঙ্গে একযোগে ভডিওি কনফারন্সেরে মাধ্যমে সভা করছেনে। কনফারন্সেে আইজপিি ড. বনেজীর আহমদে ওসদিরেকে যকোেনাে প্রকার র্দুনীতরি বরিুদ্ধে তার কঠাের অবস্থানরে কথা ব্যক্ত করনে।
বৃহস্পতবিার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টা থকেে আড়াইটা র্পযন্ত প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলে এই ভডিওি কনফারন্সে।
আইজপিি বলনে, ‘র্বতমানে সরকারি বতেন ও অন্যান্য সুযোগ-সুবধিা দযি়ে সুন্দরভাবে জীবন চালানো যায়। একজন সরকারি র্কমচারীর ব্যয় হতে হবে তার বধৈ আয়রে সঙ্গে সঙ্গতপর্িূণ। অবধৈ র্অথ উর্পাজনরে মাধ্যমে বলিাসী জীবন-যাপনরে স্থান পুলশিরে চাকরি নয়। র্দুনীতবিাজরা পুলশিে থাকতে পারবে না। বড়লােক হতে চাইলে তারা পুলশিরে চাকরি ছডে়ে দযি়ে ব্যবসা করুক।’
তনিি বলনে, ‘আপনারা নজিে অবধৈ উপায়ে কোনো র্অথ উর্পাজন করবনে না, অন্য কাউকে অবধৈভাবে র্অথ উর্পাজনরে সুযোগও করে দবেনে না।’
তনিি র্দ্ব্যথহীন কণ্ঠে ঘোষণা করনে, ‘কোনো র্ঊধ্বতন পুলশি র্কমর্কতাও আপনাদরে কাছে ঘুষ বা মাশােয়ারা চাইলে তা আমাকে নর্ভিয়ে জানান। আমি ওই পুলশি র্কমর্কতার বষিয়টি ব্যক্তগিতভাবে দখেব।’
আইজপিি বলনে, ‘৬৬০ থানার অফসিার ইনর্চাজ (ওস)ি হলো বাংলাদশে পুলশিরে প্রতচ্ছিব।ি আপনাদরে ওপরই বাংলাদশে পুলশিরে ভাবর্মূতি নর্ভির কর।ে আপনাদরেকে এমনভাবে দায়ত্বি পালন করতে হব,ে যাতে জনগণ আপনাদরে ওপর আস্থা রাখতে পারে এবং আপনাদরে প্রত্যকেকে যনে একজন সোশ্যাল লডিার হসিবেে সম্মান কর।ে’
র্বতমানে করোনায় পুলশিরে অনন্য ভূমকিার কথা উল্লখে করে তনিি বলনে, ‘গত তনি মাসে পুলশি জনগণরে সঙ্গে থকেে জনগণরে কল্যাণ ও সুরক্ষার জন্য যা করছেে তা সত্যইি অভূতর্পূব। জনগণ পুলশিকে এর প্রতদিানও দযি়ছে।ে পুলশি মানুষরে অগাধ বশ্বিাস, সম্মান ও আস্থা র্অজন করছে।ে মানুষ পুলশিকে তাদরে হৃদয়রে মণকিোঠায় স্থান দযি়ছে।ে যে র্মযাদা, যে সম্মান মানুষ পুলশিকে দযি়ছেে তা টাকা দযি়ে কনো যায় না।’
‘বাংলাদশে পুলশি গত তনি মাসে যখোনে গযি়ছেে সখোন থকেে আর পছেনে ফরিে যাবে না। জনগণরে আস্থা ও বশ্বিাস নযি়ে জনগণরে পুলশি হয়ে বাংলাদশে পুলশি সামনরে দকিে এগযি়ে যাব’ে বলওে উল্লখে করনে তনি।ি
লধমড়হবংি২৪
ড. বনেজীর বলনে, ‘প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছা ও অনুপ্ররেণায় বাংলাদশেকে র্দুনীতি ও মাদকমুক্ত করতে কাজ করছি আমরা সবাই। সবার আগে বাংলাদশে পুলশি হবে র্দুনীতি ও মাদকমুক্ত। র্দুনীতি ও মাদকরে বরিুদ্ধে আমাদরে অবস্থান জরিো টলারন্সে। পুলশিরে কোনো সদস্য মাদক গ্রহণ করবে না, মাদক ব্যবসার সঙ্গে জড়তি হবে না, মাদক ব্যবসায়ীদরে সঙ্গে সর্ম্পক রাখবে না। আমরা বাংলাদশেকে মাদকমুক্ত করতে চাই।’
তনিি বলনে, ‘মহান স্বাধীনতা যুদ্ধরে পর করোনা বাংলাদশে পুলশিরে ইতহিাসে এক নতুন অধ্যায়রে সূচনা করছে।ে বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে সাড়া দযি়ে ১৯৭১ সালরে ২৫ র্মাচ রাজারবাগে পুলশি সদস্যরাই প্রথম সশস্ত্র প্রতরিোধ গড়ে তুলছেলিনে। পুলশি মুক্তযিুদ্ধে অংশ নযি়ছে,ে অস্ত্র দযি়ছে,ে মুক্তযিোদ্ধাদরে প্রশক্ষিণ দযি়ছে।ে’
পুলশিপ্রধান বলনে, ‘পুলশিকে আমরা জনগণরে দোরগোড়ায় নযি়ে যতেে চাই। বটি পুলশিংিয়রে মাধ্যমে দশেরে প্রতটিি ওযর়্াডে পুলশিি সবো পৌঁছে দযে়ার লক্ষ্যে আমরা কাজ করছ।ি আমরা জনগণরে পুলশি হয়ে জনগণরে সঙ্গে থাকতে চাই।’
তনিি বলনে, ‘সাধারণ মানুষকে নপিীড়ন-নর্যিাতন থকেে পুলশিকে বরেযি়ে আসতে হব।ে শারীরকি শক্তি ব্যবহার না করে আইনি সক্ষমতা ও মানবকি মূল্যবােধরে মাধ্যমে যে কােনাে সমস্যার সমাধান করতে হব।ে পুলশি অফসিার ও র্ফোসরে জন্য র্বতমানে প্রচলতি কল্যাণ ব্যবস্থা থকেে বরেযি়ে এসে তাদরে চকিৎিসা, সন্তানদরে লখোপড়া, আবাসন এবং অবসর পরর্বতী সময়ওে কল্যাণ নশ্চিতি করার জন্য পদক্ষপে নযে়া হব।ে’
আইজপিি আরও বলনে, ‘সৎ ও স্বচ্ছ উপায়ওে যনে পুলশিরে প্রত্যকে সদস্য জীবন-যাপন করতে পারনে সদেকিে লক্ষ্য রখেইে সদস্যদরে জন্য কল্যাণ পরকিল্পনা তরৈি করা হচ্ছ।ে’