রবিবার থেকে খুলছে দেশের কওমী মাদ্রাসার হেফজ বিভাগ
বাংলাদশেে করোনা ভাইরাসরে আক্রমণরে কারণে র্মাচ থকেে বন্ধ রয়ছেে দশেরে স্কুল, কলজে, বশ্বিবদ্যিালয় ও মাদ্রাসা। এর মধ্যইে আগামী রববিার (১২ জুলাই) থকেে কওমী মাদরাসার হফেজ বভিাগগুলো খুলে দওেয়ার সদ্ধিান্ত নয়িছেে সরকার। বুধবার (৮ জুলাই) র্ধম মন্ত্রণালয়রে এক প্রজ্ঞাপনে বষিয়টি জানানো হয়। ঈদুল ফতিররে পর থকেইে স্বাস্থ্যবধিি মনেে সীমতি পরসিরে কওমি মাদ্রাসা খুলে দয়োর আহ্বান জানয়িছেলিনে আলমেরা। কন্তিু করোনা পরস্থিতিরি উন্নতি না হওয়ায় এতদনি সে অনুমতি পাওয়া যায়ন।ি এর আগ,ে ছাত্র-ছাত্রী র্ভতরি সুবধর্িাথে স্বাস্থ্যবধিি ও সামাজকি দূরত্ব বজায় রখেে কওমি মাদ্রাসার অফসি খোলার অনুমতি দয়ো হয়ছেলি।
সূত্র জানায়, গত কয়কেদনি আগে এ বষিয়ে জাতীয় দ্বীনি মাদ্রাসা শক্ষিা র্বোডরে একটি প্রতনিধিি দল সাক্ষাত করনে। এ সময় আসন্ন কোরবানরি ঈদরে আগইে সীমতি পরসিরে হলওে কওমি মাদ্রাসা খোলার আবদেন জানান তারা। জাতীয় দ্বীনি মাদ্রাসা শক্ষিা র্বোডরে সহ-সভাপতি ড. মাওলানা মুশতাকরে নতেৃত্বে ওই প্রতনিধিি দলে ছলিনে মাওলানা ইয়াহয়া মাহমুদ, র্বোডরে মহাসচবি মুফতি মোহাম্মদ আলী ও মাওলানা মুজবিুর রহমান।