ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
আপডেট : ৯ জুলাই, ২০২০ ২০:২৬

ইতালিতে ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের ফ্লাইটে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
ইতালিতে ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের ফ্লাইটে নিষেধাজ্ঞা

আগামী ৫ অক্টোবর র্পযন্ত বাংলাদশে থকেে সব ধরনরে ফ্লাইট ও যাত্রী প্রবশেে নষিধোজ্ঞা জারি করছেে ইতাল।ি শুধু বাংলাদশেি নয়, কোনো বদিশেি নাগরকিও বাংলাদশে থকেে ইতালি ঢুকতে পারবনে না। সখোনকার স্বাস্থ্য মন্ত্রণালয়রে বরাত দয়িে এ কথা জানয়িছেে বাংলাদশে থকেে ইতালি রুটে যাত্রী পরবিহনকারী কাতার এয়ারওয়জে।

সোমবার বাংলাদশে থকেে ইতালি যাওয়া বশিষে ফ্লাইটরে ২১ যাত্রী করোনা পজটিভি শনাক্ত হন। এ নয়িে ব্যাপক প্রতক্রিয়িা শুরু হয়ছেে ইউরোপরে দশেটতি।ে

রোমরে ফউিমসিনিো ও মলিানরে মালপনেসা বমিানবন্দরে অবতরণ করা ১৮২ বাংলাদশেরি মধ্যে ১৬৭ জনকে ফরেত পাঠায় ইতাল।ি বুধবার দুটি ভন্নি ফ্লাইটে এই দুই বমিানবন্দরে অবতরণ করা হলে তাদরে নামতে না দয়িে ফরেত পাঠানো হয়।

উপরে