ইতালিতে ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের ফ্লাইটে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক

আগামী ৫ অক্টোবর র্পযন্ত বাংলাদশে থকেে সব ধরনরে ফ্লাইট ও যাত্রী প্রবশেে নষিধোজ্ঞা জারি করছেে ইতাল।ি শুধু বাংলাদশেি নয়, কোনো বদিশেি নাগরকিও বাংলাদশে থকেে ইতালি ঢুকতে পারবনে না। সখোনকার স্বাস্থ্য মন্ত্রণালয়রে বরাত দয়িে এ কথা জানয়িছেে বাংলাদশে থকেে ইতালি রুটে যাত্রী পরবিহনকারী কাতার এয়ারওয়জে।
সোমবার বাংলাদশে থকেে ইতালি যাওয়া বশিষে ফ্লাইটরে ২১ যাত্রী করোনা পজটিভি শনাক্ত হন। এ নয়িে ব্যাপক প্রতক্রিয়িা শুরু হয়ছেে ইউরোপরে দশেটতি।ে
রোমরে ফউিমসিনিো ও মলিানরে মালপনেসা বমিানবন্দরে অবতরণ করা ১৮২ বাংলাদশেরি মধ্যে ১৬৭ জনকে ফরেত পাঠায় ইতাল।ি বুধবার দুটি ভন্নি ফ্লাইটে এই দুই বমিানবন্দরে অবতরণ করা হলে তাদরে নামতে না দয়িে ফরেত পাঠানো হয়।