ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
আপডেট : ৮ জুলাই, ২০২০ ১১:০১

করোনা: জুলাইয়ের প্রথম সাত দিনেই ৩০৪ মৃত্যু

অনলাইন ডেস্ক
করোনা: জুলাইয়ের প্রথম সাত দিনেই ৩০৪ মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত মারা গেছেন দুই হাজার ১৫১ জন। আর জুলাইয়ের প্রথম ৭ দিনে মারা গেছেন ৩০৪ জন। স্বাস্থ্য অধিদফতর থেকে দেওয়া তথ্য বিশ্লেষন করে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ১-৭ জুলাই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩০৪ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২২৭ জন, বাসায় ৭৩ জন এবং ৪ জন হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়াদের প্রায় ৭৫ শতাংশ হাসপাতালে, ২৪ শতাংশ বাসায় এবং এক শতাংশের কাছাকাছি মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন এক হাজার ১০৪ চট্টগ্রামে ৫৫৭ জন, রাজশাহীতে ১০৭ জন, খুলনায় ৯৭, বরিশালে ৭৮, সিলেটে ৯১, রংপুরে ৬৫ এবং ময়মনসিংহ বিভাগে ৫২ জন।

 

উপরে