ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
আপডেট : ৭ জুলাই, ২০২০ ১৬:০৩

বর্হিবিশ্বে প্রশংসিত শেখ হাসিনা, করোনা মোকাবিলায় সাফল্য

অনলাইন ডেস্ক
বর্হিবিশ্বে প্রশংসিত শেখ হাসিনা, করোনা মোকাবিলায় সাফল্য

করোনাভাইরাস (কোভডি-১৯) মহামারীতে বাংলাদশেে মৃত্যুর হার ১ দশমকি ৩ শতাংশ। রববিার র্পযন্ত যুক্তরাষ্ট্ররে জনস হপকন্সি বশ্বিবদ্যিালয়রে র্সবশষে হালনাগাদ তথ্য অনুযায়ী বশ্বিরে গুরুত্বর্পূণ দশেগুলোর মধ্যে বলেজয়িামে মৃত্যুর হার ১৫.৯ শতাংশ, যুক্তরাজ্যে ১৪ শতাংশ, স্পনে ১১.৪ শতাংশ, ইতালি ১৪.৫ শতাংশ, সুইডনে ৮.১ শতাংশ, ফ্রান্স ১৪.৯ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৫ শতাংশ, নদোরল্যান্ডস ১২.২ শতাংশ, ব্রাজলি ৪.৩ শতাংশ, কানাডায় ৮.২ শতাংশ, সুইজারল্যান্ডস এ ৬.২ শতাংশ, মক্সেকিোতে ১২.৪ শতাংশ, ইরান ৪.৭ শতাংশ, র্জামানী ৪.৬ শতাংশ, মশিরে ৪.২ শতাংশ, পাকস্তিান ২ শতাংশ, আফগানস্তিান ২.৩ শতাংশ, ভারতে ৩ শতাংশ, বাংলাদশেে ১.৩ শতাংশ, জাপানে ৫.৩ শতাংশ, অস্ট্রলেয়িায় ১.৪ শতাংশ এবং চীনে মৃত্যুর হার ৫.৫ শতাংশ।করোনাভাইরাস মহামারী থকেে মানুষরে জীবন বাঁচাত,ে মানুষরে স্বাস্থ্য সুরক্ষা নশ্চিতি করতে শুরু থকেইে গুরুত্বর্পূণ বভিন্নি পদক্ষপে ননে প্রধানমন্ত্রী শখে হাসনিা। একই সঙ্গে দরদ্রি মানুষকে ত্রাণ সহযোগতিার পাশাপাশি জীবকিা ও র্অথনীতি বাঁচাতে নয়িছেনে নানান পদক্ষপে। করোনা সংকট মোকাবলিায় দ্রুত বভিন্নি পদক্ষপে নওেয়ায় দশেরে বাইরে আর্ন্তজাতকি অঙ্গনওে প্রশংসতি হচ্ছনে শখে হাসনিা। যুক্তরাষ্ট্ররে প্রভাবশালী ফর্ােবস ম্যাগাজনিসহ আর্ন্তজাতকি মডিয়িায় শখে হাসনিার নতেৃত্বরে প্রশংসা করা হয়ছে।ে২৪ এপ্রলি এক র্আটকিলেে করোনাভাইরাসরে প্রার্দুভাব মোকাবলিায় শখে হাসনিার গৃহীত পদক্ষপেরে প্রশংসা করছেে বখ্যিাত ম্যাগাজনি র্ফোবস। একইসঙ্গে প্রশংসা করা হয়ছেে তার বলষ্ঠি নতেৃত্বরেও।শখে হাসনিার গৃহীত পদক্ষপেরে বষিয়ে ওই প্রতবিদেনে বলা হয়, বাংলাদশেে ১৬১ (১৬ কোটরি বশে)ি মলিয়িন মানুষরে বাস। দশেটরি প্রধানমন্ত্রী শখে হাসনিা। দক্ষতার সঙ্গে সংকট মোকাবলিা করা তার জন্য নতুন কছিু নয়। এরই ধারাবাহকিতায় করোনা মোকাবলিায়ও তনিি নয়িছেনে দ্রুত পদক্ষপে। যার প্রশংসা করছেে ওর্য়াল্ড ইকোনোমকি ফোরামও।এপ্রলিরে শষে সপ্তাহে ওর্য়াল্ড ইকনোমকি ফোরামরে আয়োজতি ‘এনহ্যান্সংি রজিওিন্যাল কো-অপারশেন ইন সাউথ এশয়িা টু কমব্যাট কোভডি-১৯ রলিটেডে ইমপ্যাক্ট অন ইটস ইকোনোমকিস’ র্শীষক এক র্ভাচ্যুয়াল সম্মলেনে গণভবন থকেে যোগ দনে শখে হাসনিা। এ সম্মলেনে বশ্বিকে এক হয়ে করােনা মোকাবলিা করার আহ্বান জানান তনি।ি১৫ র্মাচ গণভবন থকেে ভডিওি কনফারন্সেে কোভডি-১৯ ঠকোনোর লড়াইয়ে সমন্বতি উদ্যোগ নতিে র্সাক নতোদরে আহ্বান জানান শখে হাসনিা।

২৫ মে করোনাভাইরাস মোকাবলিায় সহায়তা প্রদান বষিয়ে প্রধানমন্ত্রী শখে হাসনিার সঙ্গে কথা বলনে চীনরে প্রসেডিন্টে শি জনিপংি। শি জনিপংিয়রে প্রস্তাব অনুযায়ী পরে চীন বশিষেজ্ঞ দল বাংলাদশেে আস।ে৪ জুন র্ভাচ্যুয়াল প্ল্যাটর্ফমে গ্লোবাল অ্যালায়ন্সে ফর ভ্যাকসনি অ্যান্ড ইমউিনাইজশেন (গাভ)ি আয়োজতি ভ্যাকসনি সামটিে বক্তব্য রাখনে প্রধানমন্ত্রী শখে হাসনিা। সখোনে তনিি দ্রুত ভ্যাকসনি আবষ্কিাররে আহ্বান জানান এবং সংস্থাটরি তহবলি বাড়াতে অনুদান দতিে বশ্বি নতোদরে প্রতি আহ্বান জানান। এসব অনুষ্ঠানে প্রশংসতি হন প্রধানমন্ত্রী শখে হাসনিা।করোনা মহামারীর এই সংকটে জনগণরে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলনে, যতদনি না এই সংকট কাটব,ে ততদনি আমি এবং আমার সরকার আপনাদরে পাশে থাকব।সরকার মানুষরে জীবন ও জীবকিা নশ্চিতিরে জন্য কাজ করে যাচ্ছে জানয়িে প্রধানমন্ত্রী বলনে, একদকিে মানুষকে বাঁচানো, আবার মানুষরে খাদ্যরে ব্যবস্থা, চকিৎিসার ব্যবস্থা, শক্ষিার ব্যবস্থা সগেুলো যাতে ঠকি থাকে সদেকিওে আমরা বশিষেভাবে লক্ষ্য রাখছ।ি সজেন্য আমি দশেবাসীকে বলবো, স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নর্দিশেনা সগেুলো মনেে চলে নজিরে জীবনকে চালাতে হব।েকরোনা সংকট কাটয়িে উঠতে প্রতমিূর্হুতরে করণীয় ঠকি করতে দনিরাত এক করে কাজ করে যাচ্ছনে প্রধানমন্ত্রী শখে হাসনিা।এ বষিয়ে প্রধানমন্ত্রীর প্রসে সচবি ইহসানুল করমি গণমাধ্যমকে বলনে, করোনাভাইরাস মহামারী পরস্থিতিতিে প্রধানমন্ত্রী শখে হাসনিা দশেরে মানুষরে জীবন এবং র্অথনীতকিে বাঁচাতে দনিরাত কাজ করে যাচ্ছনে। তনিি র্সাবক্ষণকি সবকছিুর খোঁজ-খবর রাখছনে এবং প্রয়ােজনীয় দকিনর্দিশেনা দচ্ছিনে।প্রধানমন্ত্রীর মুখ্য সচবি ড. আহমদ কায়কাউস বলনে, প্রধানমন্ত্রীর নর্দিশেনা হচ্ছে দুটো বষিয়। একটা হচ্ছে জীবন, আরকেটা হচ্ছে জীবকিা। প্রথম থকেইে ওনার কনর্সান ছলি জীবন যাতে করে ব্যাহত না হয়।গণভবন থকেে প্রধানমন্ত্রী সবকছিু সমন্বয় করছনে জানয়িে আহমদ কায়কাউস বলনে, প্রধানমন্ত্রী সবার সঙ্গে বসে আলোচনা করে সদ্ধিান্ত নচ্ছিনে। ৃ প্রতদিনিই তনিি বভিন্নিজনরে সঙ্গে বঠৈক করছনে, সব সময় তনিি আপডটে নচ্ছিনে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নচ্ছিনে।

র্অথনীতি ও জীবন বাঁচাতে শখে হাসনিার নওেয়া যত পদক্ষপে

ক্স দশেে করোনাভাইরাস সংক্রমণ ঠকোতে সব শক্ষিা প্রতষ্ঠিান বন্ধ ঘোষণা এবং পাবলকি পরীক্ষা স্থগতি করে সরকার।

ক্স অনলাইন, টলেভিশিনরে শক্ষিা র্কাযক্রম পরচিালনা।

ক্স করোনাভাইরাসরে সংক্রমণ রোধে গত ২৬ র্মাচ থকেে ৩০ মে অবধি সাধারণ ছুটি ঘোষণা।

ক্স চকিৎিসক-র্নাসসহ স্বাস্থ্যর্কমী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহনিী, প্রশাসনসহ করোনা যুদ্ধে ফ্রন্ট লাইন যোদ্ধাদরে জন্য পপিইি-মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী নশ্চিতি করা।

ক্স টস্টেংি কটি আমদান,ি দশেরে বভিন্নি স্থানে ল্যাব স্থাপনসহ পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করা।

ক্স করোনা মোকাবলোর ফ্রন্টলাইন যোদ্ধাদরে জন্য ৫-১০ লাখ টাকার স্বাস্থ্য বীমা এবং এর ৫ গুণ জীবন বীমা ঘোষণা।

ক্স ২ হাজার ডাক্তার ও ৫ হজার ৫৪ জন র্নাস নয়িোগ। আরও ৫ হাজার স্বাস্থ্য টকেনোলজস্টি নয়িোগ দওেয়া হব।ে

ক্স স্বাস্থ্য বষিয়ক পরার্মশরে জন্য ৩টি হটলাইন (১৬২৬৩; ৩৩৩ ও ১০৬৫৫) চালু।

ক্স করোনা পরস্থিতিি মোকাবলিায় বভিাগ, জলো, উপজলো এমনকি ইউনয়িন র্পযায়ে কমটিি গঠন।

ক্স ভডিওি কনফারন্সেংিয়ে সংযুক্ত হয়ে জলোর র্কমর্কতাদরে সঙ্গে সরাসরি কথা বলা এবং প্রয়োজনীয় দকিনর্দিশেনা দওেয়া।

ক্স প্রধানমন্ত্রী সঙ্কট মোকাবলিায় ১ এপ্রলি ৩১ট,ি ১৬ এপ্রলি ১০ট,ি ২০ এপ্রলি ১৩টি এবং ২৭ এপ্রলি ১০টি নর্দিশেনা দনে।

ক্স করোনা পরস্থিতিতিে ক্ষতগ্রিস্ত র্অথনীতকিে চাঙা রাখতে ১৯টি প্যাকজেে ১ লাখ ৩ হাজার ১১৭ কোটি টাকার প্রণোদনা ঘোষণা। যা জডিপি’ির ৩.৭ শতাংশ।

ক্স ভাতা র্কমসূচরি আওতা বৃদ্ধি ৮১১ কোটি টাকার, গৃহহীন মানুষরে জন্য ঘর তরৈরি জন্য ২ হাজার ১৩০ কোটি টাকা।

ক্স বোরো ধান/চাল ক্রয়রে র্কাযক্রম (অতরিক্তি ২ লাখ টন) ৮৬০ কোটি টাকার এবং কৃষতিে যান্ত্রকিীকরণ ২০০ কোটি টাকা।

ক্স ভজিডি,ি ভজিএিফ, ১০ টাকায় খাদ্য সহায়তা ও অন্য সহায়তা প্রাপ্ত প্রায় ৭৬ লাখ পরবিার বাদ দয়িে অবশষ্টি প্রায় ৫০ লাখ করোনায় ক্ষতগ্রিস্ত পরবিাররে মধ্যে মুজবির্বষ উপলক্ষে ম/ে২০২০ মাসে এককালীন ২৫শ টাকা হারে মোট ১২শ ৫০ কোটি টাকা নগদ সহায়তা দওেয়া হচ্ছ।ে

ক্স স্নাতক ও সমমান র্পযায়রে ২০১৯ সালরে ২ লাখ ৯ হাজার ৬৭৪ জন ছাত্র-ছাত্রীর মধ্যে উপবৃত্তি বাবদ ১০২ কোটি ৭৪ লাখ ২ হাজার ৬শ টাকা এবং টউিশন ফি বাবদ ৮ কোটি ৬৬ লাখ ৪১ হাজার ২০০ টাকা বতিরণ।

ক্স প্রধানমন্ত্রীর শক্ষিা সহায়তা ট্রাস্টরে র্কাযক্রম আরও সম্প্রসারতি করে জুলাই ২০২০ থকেে দশেরে ৬ষ্ঠ শ্রণেি থকেে স্নাতক র্পযায়রে দরদ্রি ও মধোবী ছাত্র-ছাত্রীদরে উপবৃত্তি দওেয়া হব।ে

ক্স ৫০ লাখ মানুষরে জন্য রশেন র্কাড করা আছে যারা ১০ টাকায় চাল পান। নতুন আরও  ৫০ লাখ রশেন র্কাড দওেয়ার ব্যবস্থা। এতে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হবনে।

ক্স কৃষি মন্ত্রণালয়রে তত্ত্বাবধানে কৃষকদরে জন্য আউশ ধানরে বীজ ও সার বনিামূল্যে পৗেঁছানোর উদ্যোগ।

ক্স বোরো মৌসুমে ৮ লাখ মট্রেকি টন ধান, ১০ লাখ মট্রেকি টন চাল, ২ লাখ ২০ হাজার মট্রেকি টন আতপ এবং ৮০ হাজার মট্রেকি টন গমসহ র্সবমোট ২১ লাখ মট্রেকি টন খাদ্যশস্য সংগ্রহরে পরকিল্পনা গ্রহণ করা হয়ছে।ে

ক্স কৃষি যান্ত্রীককিরণে অঞ্চলভদেে উপকরণ ক্রয়রে জন্য ৭০ শতাংশ র্পযন্ত সরকারি র্ভতুকি দওেয়া হচ্ছ।ে

ক্স ৬৪ জলোর ত্রাণ র্কাযক্রমরে সমন্বয় সাধনরে জন্য ৬৪ জন সচবিকে দায়ত্বি দওেয়া হয়ছে।ে

ক্স ত্রাণ বতিরণে অনয়িম ও র্দুনীততিে জড়তিদরে বরিুদ্ধে কঠোর পদক্ষপে নওেয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নর্দিশে। অভযিুক্ত জনপ্রতনিধিদিরে বহষ্কিার করা হয়ছে।ে

ক্স ২৮ জুন র্পযন্ত সারাদশেে চাল বরাদ্দ দওেয়া হয়ছেে দুই লাখ ১১ হাজার ১৭ মট্রেকি টন এবং বতিরণ করা হয়ছেে এক লাখ ৮৮ হাজার ২৪ মট্রেকি টন। এতে উপকারভোগী পরবিাররে সংখ্যা এক কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৯০৪ এবং উপকারভোগী লোকসংখ্যা সাত কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৯৫ জন।

ক্স শশিুখাদ্যসহ অন্যান্য সামগ্রী ক্রয়রে জন্য নগদ বরাদ্দ দওেয়া হয়ছেে প্রায় ১২৩ কোটি টাকা।ক্স করোনাভাইরাস পরস্থিতিরি মধ্যে রমজান উপলক্ষে কওমি মাদ্রাসাগুলোকে ১৬ কোটি ৯৪ লাখ টাকা,  মসজদিগুলোর জন্য ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা র্অথ সহায়তা।

উপরে