ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ১ মে, ২০২১ ০৫:২০

বাস ছাড়া চলছে প্রায় সব যানবাহন

অনলাইন ডেস্ক
বাস ছাড়া চলছে প্রায় সব যানবাহন

এক সপ্তাহের বর্ধিত লকডাউনের প্রথম দিনেও রাজধানীর জনজীবন প্রায় স্বাভাবিক। বৃহস্পতিবার সকাল থেকে বাস ছাড়া চলছে সবধরনের যানবাহন। তাই দেখা দিচ্ছে যানজটও।

এছাড়া গণপরিবহন বন্ধ থাকলেও থেমে নেই ঢাকা থেকে বিভিন্ন জেলার যাতায়াত। ঢাকার বাইরে যেতে মানুষ বেছে নিচ্ছেন ভাড়ায় চালিত মোটর সাইকেল, সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকার। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য নির্ধারিত স্টাফ বাসেও তোলা হচ্ছে সাধারণ যাত্রী। এসব পরিবহনে দ্বিগুণের বেশি ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ সব পরিবহনে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।

আগের লকডাউনের মতো এবারও দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টায় পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, ভারত থেকে বাংলাদেশে প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

পুলিশ বলছে, রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় সবাইকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না।

তবে বাইরে চলাফেরার ক্ষেত্রে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা সংক্রমণ আবারো মারত্মক আকার নিতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

উপরে