নিয়ন্ত্রণে বনানীর বহুতল ভবনের আগুন
অনলাইন ডেস্ক

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বানানী এলাকার আহমেদ টাওয়ারের ১৫ তলায় লাগা আগুন। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর এফ আর টাওয়ারের পাশে আহমেদ টাওয়ারে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে জানান, বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারের ১৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।