তীব্র পানি সংকটে মিরপুর ১২ নম্বর সেকশনের ৬ নম্বর রোডের সাড়ে ৪শ' পরিবার
প্রায় দশ বছর ধরে তীব্র পানি সংকটে মিরপুর ১২ নম্বর সেকশনের ৬ নম্বর রোডের সাড়ে চারশ' পরিবার। অথচ এলাকাটির চারপাশে রয়েছে ওয়াসার চারটি পাম্প। বছরের পর বছর ধর্ণা দিয়েও কোনো ফল পাচ্ছেন না এলাকাবাসী। নিয়মিত পানি না পেয়ে এলাকা ছাড়ছেন ভাড়াটিয়ারাও।
মিরপুর ১২ নম্বর সেকশনের ই-ব্লকের ৬ নম্বর রোডের বিশ নম্বর বাসায় থাকেন ইফতি জাহান। লাইনে পানি না থাকায় রান্নাও করতে পারছেন না তিনি- তার মতো এই এলাকার সাড়ে চারশো পরিবারের একই অবস্থা। পানির অভাবে দূর্বিসহ জীবন পার করতে হচ্ছে তাদের।\
এলাকাবাসী বলছেন, ওয়াসা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন তারা। স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ জমা দিয়েও মেলেনি সমাধান।
গত সোমবারও লিখিত অভিযোগ নিয়ে স্থানীয় ওয়াসার অফিসে যান এলাকাবাসী। মডস জোন-১০ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল হাবীব চৌধুরীকে অফিসে না পেয়ে ক্ষোভ জানান তারা। ডিবিসি নিউজ থেকে তাকে একাধিকবার ফোন ও ম্যাসেজ পাঠিয়েও কোন উত্তর পাওয়া যাযনি। এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি অন্য কর্মকর্তারা।