ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০ ০৯:৫১

জেনে নিন পিরানহা ও রূপচাঁদার মধ্যে পার্থক্য

অনলাইন ডেস্ক
জেনে নিন পিরানহা ও রূপচাঁদার মধ্যে পার্থক্য

রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ উদ্ধার করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এই মাছ নিষিদ্ধ করা হলেও তা বিক্রি হচ্ছে রূপচাঁদার নামে। এভাবে ক্রেতাদের সঙ্গে প্রতারণার দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

যেভাবে চিনবেন পিরানহা মাছ ১. পিরানহা মাছের তীক্ষ্ণ দাঁত দেখা যাবে। ২. এই মাছের কানকো থাকে। রূপচাঁদা মাছের কানকো মেশানো থাকে। ৩. পিরানহা মাছের লেজের কাছে ছোট আরেকটি পাখনা বা এডিপোজ পাখনা থাকে। রূপচাঁদা মাছের এমন কোনও পাখনা নেই। ৪. পিরানহার গায়ের রং কিছুটা লালচে ও ধুসর বর্ণের হয়। রূপচাঁদার মতো চকচকে থাকে না। ৫. পিরানহা মূলত স্বাদু পানির মাছ। রূপচাঁদা সামুদ্রিক মাছ। ৬. জীবিত পিরানহা মাছের স্বভাব রাক্ষুসে প্রকৃতির। রূপচাঁদা অনেক নিরীহ মাছ। ৭. পিরানহার রয়েছে ছোট শক্তিশালী চোয়াল। এর দুই পাটিতে ত্রিশূলের মতো দাঁত রয়েছে, যা এতটাই ধারালো যে শিকারের দেহ এক নিমেষে ছিন্নভিন্ন করে দিতে পারে।

 

উপরে