রাজধানীতে ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর
রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় ঘুড়ি ওড়াতে গিয়ে বাসার ছাদ থেকে নিচে পড়ে জুবায়ের আহমেদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটির মরদেহ কুমিল্লার দাউদকান্দি উপজেলার নয়াকান্দি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্বজনরা জানান, উপজেলার নয়াকান্দি গ্রামের বাসিন্দা ও সৌদিপ্রবাসী জয়নাল মিয়াজির দুই সন্তানের মধ্যে জুবায়ের ছোট। তার বড় বোনের নাম লাইমা। পরিবারের সাথে গ্রামেই থাকত। নয়াকান্দি গ্রামের একটি স্কুলের নার্সারিতে পড়ত সে।
জুবায়েরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া মেহেদী হাসান দেশ রূপান্তরকে বলেন, আমার খালাতো বোনের ছেলে জুবায়ের। বৃহস্পতিবার গ্রামের বাড়ি থেকে আমাদের ডেমরার বাসায় বেড়াতে এসেছিল সে। শুক্রবার সকালে এক তলা ভবনের ছাদে উঠে ঘুড়ি ওড়ানোর সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ডেমরার বাঁশেরপুল এলাকার আমাদের বাড়িটি এক তলা হলেও অন্যান্য বাড়ির তুলনায় উঁচু। এ ছাড়া ধারণা করছি, শিশুটি ছাদ থেকে পড়ে যাওয়ার পর ইটের প্রাচীরে প্রথমে আঘাতপ্রাপ্ত হয়, তারপর নিচে পড়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জুবায়েরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।