১৮ কেজি গাঁজাসহ আটক ২
অনলাইন ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক চোরাকারবারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরা হলেন, মো. আলাউদ্দিন (২২) ও শাহীন আলম (২০)।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দয়াগঞ্জ মোড় এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
ডিবি ওয়ারী বিভাগের সহকারি কমিশনার (এসি) মোহাম্মদ খলিলুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে দয়াগঞ্জ মোড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজার চালানসহ ২ জনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত এলাকা থেকে গাঁজার চালান এনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
আটক ২ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।