ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০২০ ১১:৫৫

বিআরটিএ’র কাগজপত্র জালিয়াতি চক্রের ৩ সদস্যক আটক

অনলাইন ডেস্ক
বিআরটিএ’র কাগজপত্র জালিয়াতি চক্রের ৩ সদস্যক আটক

রাজধানীর তুরাগ এলাকা থেকে বিআরটিএ’র কাগজপত্র জালিয়াতি চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব।

সোমবার রাতে র‌্যাব-৩ এর অপারেশন অফিসার সহকারি পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এ তথ্য জানান।

আটকরা হলেন- মো. হুমায়ুন কবির (৩৮), মহসিন সাব্বির (৫০) ও মো. কামাল হোসেন (৩৮)।

ফারজানা হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল ৪টায় রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৩ এর একটি দল। অভিযানে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিআরটিএ’র বিভিন্ন কর্মকর্তার নকল সিল, বিপুল পরিমাণ নকল পুলিশ ক্লিয়ারেন্স, গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য জাল কাগজপত্র উদ্ধার করা হয়।

তিনি জানান, তুরাগ থানা এলাকায় একটি অস্থায়ী অফিস স্থাপন করে আসামিরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ পুলিশ (জেলা বিশেষ শাখা), বিআরটিএ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জাল সিল ব্যবহার করে নকল পুলিশ ক্লিয়ারেন্স, নকল ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বিভিন্ন জাল কাগজপত্র, লার্নার্স পেপার ইত্যাদি প্রদানের নাম করে সাধারণ জনগণের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের এএসপি ফারজানা।

 

উপরে