রাজধানীর সিরাজুল ইসলাম মেডিক্যালে র্যাবের অভিযান
অনলাইন ডেস্ক
বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর মৌচাক এলাকায় সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে বেসরকারি হাসপাতালটিতে অভিযান শুরু করে র্যাব।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানিয়েছেন, সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
প্রতিষ্ঠানটির প্যাথলজি পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া, আরও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে।