গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার উদ্বোধন
রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালে চালু হয়েছে ‘গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার’। করোনা রোগীদের চিকিৎসায় এ উদ্যোগ নেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বঙ্গবন্ধুর স্মৃতিকে স্মরণ করে শনিবার শোক দিবসে প্লাজমা সেন্টারটি উদ্বোধন করা হয়।
বেলা সাড়ে ১১টায় গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজের হেমাটো-অনকোলোজি বিভাগের অধ্যাপক ডা. এম এ খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্যের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ।
প্লাজমা সেন্টারের বিষয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি- যারা করোনামুক্ত হয়েছেন, তারা যাতে এসে রক্ত দিয়ে যান। অনেক রক্ত দরকার।’
তিনি বলেন, ‘আমাদের প্লাজমা সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকবে। সারাদেশের মানুষ এখান থেকে প্লাজমা নিতে পারবে। প্রাথমিক অবস্থায় আমরা প্রতিদিন ২৫ জনকে প্লাজমা দিতে পারব।’
গণস্বাস্থ্যের ট্রাস্টি আরও বলেন, পরিস্থিতিতে প্লাজমা প্রদানের বিষয়টি আরও অনেক প্রচার হওয়া দরকার। অধ্যাপক এমএ খানের নেতৃত্বে দেশের প্রতিটি জেলায় প্লাজমা সেন্টার হওয়া দরকার।