দীর্ঘদিন ধরে পানির নিচে ঢাকার নিম্নাঞ্চল
অনলাইন ডেস্ক
গত দুইমাস ধরেই পানির নিচে তলিয়ে রয়েছে ঢাকার দক্ষিণে ডেমরা, ঠুলঠুলিয়া, খলাপাড়া, আমুলিয়া, শূন্য টেংরাসহ বিভিন্ন নিম্নাঞ্চল। উত্তর সিটি করপোরেশনেরও বেশ কয়েকটি এলাকা মাসখানেক ধরে পানির নিচে। রাস্তাঘাট, বসতবাড়িতে পানি ওঠায় দুঃসহ জীবন যাপন করছেন বন্যার্তরা। করোনায় অনেকের উপার্জন কমে গেছে। এরপর বন্যার ভয়াল থাবা তাদের কষ্ট বাড়িয়েছে বহুগুণ।
নৌকা ও কলা গাছের ভেলায় অনেকে আশ্রয় নিয়েছেন। সেই সাথে রয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের অভাব। দেখা দিচ্ছে নানারকম পানিবাহিত রোগ। তবে, এই ভোগান্তি সহনীয় পর্যায়ে আনতে কোনো ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের৷