লালবাগে অজ্ঞান পার্টির ৮ সদস্য আটক
ঈদ-উল-আযহা ও কোরবানীর পশুর হাটকে কেন্দ্র করে সক্রিয় অজ্ঞান ও মলম পার্টির ৮ সদস্যকে রাজধানীর লালবাগ এলাকা থেকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।
মঙ্গলবার ডিএমপির গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন, রানা শিকদার (২৮), মো. জুম্মাত (২৪), সোহেল রানা (৩৫), বিল্লাল (৩০), মোহাম্মদ আলী হোসেন (৪২), মোহাম্মদ সোহেল (২৬), মো. জহুরুল (২৪) ও মোহাম্মদ হেলাল (২৭)।
সাইফুর রহমান বলেন, 'রাজধানীর লালবাগ এলাকায় কোরবানির পশুর হাটকে টার্গেট করে কতিপয় অজ্ঞান ও মলম পার্টির সদস্য সেখানে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালানো হয়। অভিযানকালে গোয়েন্দা পুলিশের সদস্যরা সেখান থেকে অজ্ঞান ও মলম পার্টির সক্রিয় ৮ সদস্যকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ১০০ পিস চেতনানাশক ট্যাবলেট, মুভ তরল স্প্রে, মলম ও মরিচের গুড়া উদ্ধার করা হয়।'
তিনি বলেন, 'অজ্ঞান পার্টির দলনেতা আটককৃত রানা সিকদারের নেতৃত্বে তার সহযোগী মো. জুম্মাত ও ভাড়া করা আটককৃত অন্য ৬ জন মহানগরীর পশুর হাটকে টার্গেট করে। তারা ধোলাইখাল এলাকার পশুর হাটে আগত কোরবানীর পশু বেপারী ও সাধারণ ক্রেতাদের কৌশলে অজ্ঞান করে তাদের সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে লালবাগ এলাকায় সমাবেত হয়।'
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, 'প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃতরা ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এক বা একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির লালবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।'