ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৫ জুলাই, ২০২০ ১৮:১৮

করোনায় মারা গেলেন কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক শহীদুল্লাহ

অনলাইন ডেস্ক
করোনায় মারা গেলেন কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক শহীদুল্লাহ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।

আয়েশা আকতার বলেন, মো. শহীদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। আজ সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।

ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও মাস্ক কেনাকাটা নিয়ে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে গত ২৩ মে মো. শহীদুল্লাহকে সিএমএসডি থেকে সেনাসদর দপ্তরে ফিরিয়ে নেওয়া হয়।

শহীদুল্লাহ ওই সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ে লেখা এক চিঠিতে সিএমএসডিসহ গোটা স্বাস্থ্য খাতকে ‘সিন্ডিকেট বাণিজ্যমুক্ত’ করার অনুরোধ জানান।

 

উপরে