বাবাকে হাসপাতালে ভর্তির ক্ষেত্রেও প্রতারণার আশ্রয় নেন প্রতারক সাহেদ
করোনাভাইরাস মহামারীর মধ্যে চকিৎিসা নয়িে প্রতারণা করা রজিন্টে হাসপাতালরে মালকি মোহাম্মদ সাহদেরে বাবা সরিাজুল করমি এই রোগে মারা গছেনে।
ঢাকার মহাখালীর ইউনভর্িাসলে মডেকিলে কলজে হাসপাতালে চকিৎিসাধীন অবস্থায় বৃহস্পতবিার রাত ৯টার দকিে তনিি মারা যান।
ইউনভর্িাসলে মডেকিলেরে ব্যবস্থাপনা পরচিালক ডা. আশীষ কুমার চক্রর্বতী রাতে জানান, গত ৪ জুলাই সরিাজুল করমিকে তাদরে হাসপাতালে র্ভতি করনে সাহদে। সরিাজুল করমিরে বয়স ছলি প্রায় ৭০ বছর।
র্ভতি করার সময় সাহদে তাদরে জানয়িছেলিনে, তার বাবার কোভডি-১৯ সংক্রমণ নইে।
“আমাদরে বলা হয়ছেলি, এর আগে তনিটি পরীক্ষায় সরিাজুল করমিরে কোভডি-১৯ নগেটেভি আস।ে কন্তিু তার লক্ষণ দখেইে মনে হয়ছেে কোভডি-১৯ আক্রান্ত। আমাদরে এখানে পরীক্ষায় তার কোভডি-১৯ পজটিভি আস।ে” র্ভতরি দুই দনি পর সরিাজুল করমিকে আইসইিউতে নওেয়া হয় জানয়িে ডা. আশীষ বলনে, “তার ফুসফুসে সংক্রমণ ছলি। অবস্থা খারাপ হলে দুই দনি আগে তাকে লাইফ সার্পোটে নওেয়া হয়। এ অবস্থায় বৃহস্পতবিার মারা যান তনি।ি”
আশীষ কুমার চক্রর্বতী জানান, র্ভতরি পর প্রথম দুই দনি সাহদে তার বাবাকে দখেতে এসছেলিনে। তবে ৬ জুলাইয়রে পর থকেে এখানে তাদরে আর কউে আসছলিনে না।
“উনার মৃত্যুর পর সাহদেরে মোবাইলে যোগাযোগরে চষ্টো করে তা বন্ধ পাওয়া যায়। পরে সাহদেরে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। সাহদেরে স্ত্রীকে আমরা ঘটনাটি জানাই। তনিি তার একজন প্রতনিধিকিে পাঠয়িছেনে। রাতে সরিাজুল করমিরে মরদহে তার প্রতনিধিরি কাছে হস্তান্তর করা হয়ছে।ে”
বাংলাদশেে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর বসেরকারি হাসপাতাল হসিবেে এই রোগরে চকিৎিসায় এগয়িে আসা রজিন্টে হাসপাতালরে চয়োরম্যান মোহাম্মদ সাহদে। ওই হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার ভুয়া প্রতবিদেন দওেয়ার প্রমাণ পয়েে গত ৬ জুলাই অভযিান চালায় র্যাব।
ওই অভযিানে রজিন্টে হাসপাতালে অনয়িমরে নানা ঘটনা ধরা পড়ার পরদনি উত্তরায় রজিন্টে হাসপাতালরে প্রধান র্কাযালয়ে ফরে অভযিানে যায় র্যাব। দুই দনিরে অভযিানে আটজনকে গ্রপ্তোর করা হয়। তারা চয়োরম্যান সাহদেরে নর্দিশেে পরীক্ষা ছাড়াই করোনাভাইরাসরে ভুয়া প্রতবিদেন দওেয়ার কথা স্বীকার করছেে বলে র্যাবরে পক্ষ থকেে জানানো হয়ছে।ে এরপর রজিন্টে হাসপাতালরে উত্তরা ও মরিপুর শাখা বন্ধরে নর্দিশে দয়ে স্বাস্থ্য অধদিপ্তর। পাশাপাশি র্যাবরে পক্ষ থকেে সাহদেসহ মোট ১৭ জনকে আসামি করে একটি মামলা করা হয়ছে।ে দুই দনিরে অভযিানে গ্রপ্তোর আটজনও এই মামলায় আসাম।ি
এখন সাহদেসহ বাকি নয় আসামকিে গ্রপ্তোররে চষ্টো চালাচ্ছে আইনশঙ্খলা বাহনিী।