বনানীতে শায়িত হলেন সাহারা খাতুন
আওয়ামী লীগরে সভাপতমিণ্ডলীর সদস্য ও বাংলাদশেরে প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকটে সাহারা খাতুনরে দাফন সম্পন্ন হয়ছে।ে শনবিার (১১ জুলাই) বলো ১১টা ৪৫ মনিটিে রাজধানীর বনানী কবরস্থানে মায়রে কবরে তাকে দাফন করা হয়। এর আগে ১১টার দকিে বনানী মসজদি প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠতি হয়।
সাবকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গত বৃহস্পতবিার রাতে থাইল্যান্ডরে বামরুনগ্রাদ হাসপাতালে চকিৎিসাধীন অবস্থায় মারা যান। তার মরদহে নয়িে শুক্রবার (১০ জুলাই) রাত ১টা ৫৬ মনিটিে হযরত শাহজালাল আর্ন্তজাতকি বমিানবন্দরে অবতরণ করে ইউএস-বাংলা এয়ারলাইন্সরে একটি ফ্লাইট। এর আগে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুল্যান্সে করে থাইল্যান্ডে নয়ো হয় অসুস্থ সাহারা খাতুনক।ে জ্বর, অ্যার্লাজসিহ র্বাধক্যজনতি বভিন্নি রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন রাজধানীর ইউনাইটডে হাসপাতালে র্ভতি হন। হাসপাতালে চকিৎিসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসইিউতে নয়ো হয়। এরপর অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসইিউ থকেে এইচডইিউতে (হাই ডপিন্ডেন্সেি ইউনটি) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে তার শারীরকি অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসইিউতে নয়ো হয়। ৬ জুলাই তাকে থাইল্যান্ডে নয়ো হয়। সাহারা খাতুন বাংলাদশে আওয়ামী লীগরে সভাপতমিণ্ডলীর সদস্য ও আইনজীবী যনিি বাংলাদশেরে প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হসিবেে দায়ত্বি পালন করনে। তনিি নবম, দশম ও একাদশ জাতীয় সংসদরে সদস্য ছলিনে। শখে হাসনিার দ্বতিীয় মন্ত্রসিভায় তনিি স্বরাষ্ট্র মন্ত্রণালয়রে দায়ত্বি পান। এছাড়া পরে তনিি ডাক ও টলেযিোগাযোগ মন্ত্রী হসিবেওে দায়ত্বি পালন করনে।