ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ১১ জুলাই, ২০২০ ১১:৩০
সূত্র :

ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুর-চট্টগ্রামে পশুর হাট না বসানোর সুপারিশ

অনলাইন ডেস্ক
ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুর-চট্টগ্রামে পশুর হাট না বসানোর সুপারিশ

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে পশুর হাট না বসানোর সুপারশি করছেে কভডি-১৯ বষিয়ক জাতীয় পরার্মশক কারগিরি কমটি।ি এছাড়া, করোনার বস্তিার রোধে ঈদরে ছুটতিে এই চার এলাকা থকেে দশেরে অন্যান্য স্থানে যাতায়াত বন্ধ রাখারও পরার্মশ দয়িছেে কমটি।ি

শুক্রবার (১০ জুলাই) পরার্মশক কমটিরি ১৪তম অনলাইন সভায় এসব সুপারশিরে প্রস্তাবনা গ্রহণ করা হয়। সন্ধ্যায় কমটিরি সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহদিুল্লা ও সদস্য সচবি অধ্যাপক মীরজাদী সব্রেনিা ফ্লোরা স্বাক্ষরতি এক সংবাদ বজ্ঞিপ্ততিে এসব তথ্য জানানো হয়।

বজ্ঞিপ্ততিে বলা হয়, কভডি-১৯ এর সংক্রমণ এখনও নয়িন্ত্রণে আসনে,ি এ অবস্থায় ঢাকাসহ বভিন্নি এলাকায় অবাধ জীবনযাত্রায় উদ্বগে প্রকাশ করছেে টকেনক্যিাল কমটি।ি কমটিি ঢাকা ও তার আশপাশরে এলাকায় কঠোর নয়িন্ত্রণ র্কাযক্রমরে পরার্মশ দয়ে।

ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট বসানোর ক্ষত্রেে জাতীয় কারগিরি পরার্মশক কমটিি সুপারশি করছে,ে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে যনে পশুর হাট স্থাপন করা না হয়। এক্ষত্রেে ডজিটিাল পদ্ধততিে পশু কনোবচোর কথা বলছেে কমটি।ি এছাড়া অন্যান্য জায়গায় সংক্রমণ প্রতরিোধ নীতমিালা পালন সাপক্ষেে কোরবানি পশুর হাট বসানোর কথা বলছেে কমটি।ি

শহররে অভ্যন্তরে পশুর হাট স্থাপন না করা ও পশু জবাইয়রে ক্ষত্রেে সর্তকতা অবলম্বন, কোরবানি পশুর হাট খোলা ময়দানে স্থাপন, হাটে সামাজকি দূরত্ব বজায় রাখা এবং সংক্রমণ প্রতরিোধে র্পযাপ্ত ব্যবস্থা গ্রহণ, বয়স্ক ব্যক্তি এবং অসুস্থদরে পশুর হাটে যাওয়া থকেে বরিত রাখা, পশুর হাটে প্রবশে ও বরে হওয়ার পৃথক রাস্তা রাখা, পশুর হাটে আগমনকারী সব ব্যক্তরি মাস্ক পরধিান বাধ্যতামূলক করা, কোরবানরি পশু বাড়তিে জবাই না করে শহররে বাইরে সটিি করপোরশেনরে নর্ধিারতি স্থানে করার পরার্মশ দয়ে টকেনক্যিাল কমটি।ি

এক্ষত্রেে ডজিটিাল পদ্ধততিে পশু কনোবচোর ব্যবস্থা করার ওপর গুরুত্ব দয়ো হয়ছে।ে এছাড়া অন্যান্য জায়গায় সংক্রমণ প্রতরিোধ নীতমিালা পালন সাপক্ষেে কোরবানি পশুর হাট বসানোর কথা বলা হয়।

উপরে