ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৭ আগস্ট, ২০২০ ০৯:৫১

খাওয়ার পরে যে ৫টি কাজ ভুলেও করবেন না!

অনলাইন ডেস্ক
খাওয়ার পরে যে ৫টি কাজ ভুলেও করবেন না!

আমরা যা খাই, তার প্রভাব পড়ে আমাদের শরীরে। সঠিক নিয়ম মেনে সঠিক খাবার খেলে যেমন স্বাস্থ্যের উন্নতি হয়, তেমনই নিয়ম না মেনে ভুল খাদ্যাভ্যাস স্বাস্থ্যের অবনতি ঘটায়।

আজ আমরা বিডিটাইমসের পাঠকদের জানাবো খাওয়ার পরে যে ৫টি কাজ কখনোই করা উচিত নয়। এতে ঘটতে পারে মহাবিপদ। তো চলুন জেনে নেওয়া যাক__

১) ভরা পেটে কখনোই ফল খাবেন না। খালি পেটে ফল খেলে তবেই তার খাদ্যগুণ আমাদের শরীরে শোষিত হয়। তাই খাওয়ার বেশ কিছুটা সময় পরে ফল খান। খাবার খেয়েই ফল খেলে হজমের সমস্যাও দেখা দেয়।

২) খাওয়ার পরেই আমাদের অনেকেরই ঘুম পায়। তাই খেয়ে উঠেই বিছানায় যেতে আমরা বেশ পছন্দ করি। কিন্তু এটা অত্যন্ত খারাপ অভ্যেস। খেয়ে উঠেই শুয়ে পড়লে ওজন তো বাড়বেই, সেই সঙ্গে হজমের সমস্যাও দেখা দেবে। তাই খেয়ে উঠে অন্তত এক ঘণ্টা পরে বিছানায় যান।

৩) খাবার পরেই অনেকে ধূমপান করেন। কিন্তু জানেন কি, ভরা পেটে স্মোক করলে তা শরীরের বেশি ক্ষতি করে। তাই ভরা পেটে ধূমপান করার অভ্যাস ত্যাগ করুন।

৪) পেটভর্তি করে খেয়ে অনেকেই কোমরের বেল্ট একটু হালকা করে নেন। এটিও কিন্তু খারাপ অভ্যাস। প্রথম কথা কখনোই পেট এতটা ভর্তি করে খাওয়া উচিত নয়, যাতে কোমরের বেল্ট হালকা করতে হয়।

৫) পানি খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু খেয়ে উঠেই পানি পান করবেন না। খাবার খেয়েই পানি খেলে তা হজমে সহায়ক গ্যাসট্রিক রসকে হালকা করে দেয়। ফলে খাবার ঠিকমতো হজম হতে চায় না। সেই রকমই খেয়ে উঠেই চা বা কফি খাওয়া ঠিক নয়।

 

 

উপরে