ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৩ আগস্ট, ২০২০ ০০:৩১

প্রেম কেন অস্বস্তির কারণ হয়?

অনলাইন ডেস্ক
প্রেম কেন অস্বস্তির কারণ হয়?

প্রেম কেন মানুষকে পাগল করে? কেনইবা প্রচণ্ড সাহসী করে তোলে? প্লেটো-শেক্সপীয়ার থেকে হাল-আমলের দার্শনিক, শিল্পীরা এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরেছেন। আর বিজ্ঞানীরা তাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে গবেষণার মাধ্যমে দেখানোর চেষ্ঠা করেছেন, প্রেমে পড়লে মানুষের দেহে কি ধরণের রসায়ন কাজ করে। কিন্তু, একটা বিষয় পরিস্কার, ভালবাসা বড় জটিল রসায়ন। যার পরিমাপ করা কিংবা ব্যাখ্যা করা বড়ই দূরহ কাজ। ‘কুয়রা’ নামের একটি ওয়েবসাইট সম্প্রতি এক জরীপ চালায়। যাতে অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন করা হয়, প্রেমের সবচেয়ে অস্বস্তিকর বিষয় কি? সেখানে অংশগ্রহণকারীরা তাদের ভালবাসার নিজস্ব অনুভূতি সম্পর্কে নানান মন্তব্য করেন। অবশ্যই সেই মন্তুব্যগুলো ছিল অত্যন্ত চমকপ্রদ। যারা প্রেম করে নানা ভোগান্তির শিকার হয়েছেন তারা ভালবাসার ‘কষ্টের’ দিকটাকেই সামনে নিয়ে এসেছেন। সেই সঙ্গে প্রেমে না পড়ার জন্য জোরদার যুক্তি উপস্থাপন করেছেন। আসুন দেখে নেই সেই মজার কিন্তু অত্যন্ত মানবিক মন্তব্যগুলো।

একবিংশ শতকের ভালবাসার গল্পের একজন লেখক রাহুল সিনহা মন্তব্য করেছেন, প্রেম আমাদের জীবনাবসান ঘটায় কারন আমরা বেশীরভাগ ক্ষেত্রেই জানি না; কেন এত মানুষের ভীড়ে আমরা একজনের প্রেমে পড়ি। অন্ধভাবে প্রেমে পড়া  একধরনের ভুল, একধরনের অসুস্থতা, একটি চেতনার মৃত্যু। অপর একজন মন্তব্যকারী হেমনাথ ভেঙ্কটেশ ক্রিস্টেফার নোলান এর ২০০৫ সালের মুভি ‘ব্যাটম্যান বিগ্যানস্’ থেকে ধার করে লিখেছেন, কোন একদিন আপনি আপনার প্রিয় মানুষটির জন্য প্রার্থনা করবেন সে যেন আপনাকে ছেড়ে চলে না যায়। যে ভাবনাটি আপনাকে ক্ষণে ক্ষণে কষ্ট দিবে।

আলেজান্দ্রো ক্যাবেলেরো ছোট করে লিখেছেন উডি এ্যালেন্স এর ১৯৭৫ সালের মুভি ‘লাভ এন্ড ডেথ’ এর একটা লাইন – প্রেম করলে যন্ত্রণা পেতেই হবে। আত্মবলিদানের হিসেব কষতে কষতে ছুটে চলবে ভাবনার ট্রেন।

এ্যাডাম তাহা লিখেছেন, প্রেম বিরক্তিকর কারন এটা কোন পছন্দের মধ্যে পড়ে না। তবে আমি জানি প্রতিটি মানুষ তার মনে মনের মানুষের ছবি এঁকে রাখে। তারা যা চায় হয়ত কখনোই তা পায় না। ভালবাসার সবচাইতে খারাপ দিক হল, আপনি কাউকে হৃদয় উজাড় করে ভালবাসতে পারেন। কিন্তু সে আপনাকে এতটা ভাল নাও বাসতে পারে।

ডেভিড ফার লিখেছেন, মানুষ অবচেতন মনেই এই সর্বনাশের পথে পা বাড়ায়! ভালবাসার বড় বিপদ হল, একজন অপরজনকে বাঁচাতে প্রয়োজনে জীবন দিতে পারে। তিনি এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার কথাও বলেন তিনি।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত না হয়ে জেন ফ্রান্স মন্তব্য করেছেন, প্রেমে পড়লে স্বাধীনতা নষ্ট হয়। যে কারনে প্রেম খুবই বিরক্তিকর। প্রেম বড় চতুর। সে সবকিছু থেকে আপনাকে দূরে সরিয়ে দেয় শুধু একজনের জন্য।

 

উপরে