ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ১০ আগস্ট, ২০২০ ২২:২৯

বাসর রাতে নববধূ স্বামীকে দুধ খেতে দেয় কেন?

অনলাইন ডেস্ক
বাসর রাতে নববধূ স্বামীকে দুধ খেতে দেয় কেন?

ডেস্কবাসর রাতে নববধূ স্বামীকে দুধ খেতে দেয় কেন?  বাসর রাত যে কোনো দম্পতির কাছেই সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলির একটি। এই বাসর রাতকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন অংশে প্রচলিত রয়েছে বিভিন্ন ধরনের রীতি। ভারতীয় উপমহাদেশের নানা জায়গায় বাসর রাতে বরের দুধ খাওয়ার রীতি রয়েছে।

বাসর রাতের জন্য নির্দিষ্ট ঘরে রাখা থাকে কেশর ও পেস্তা কিংবা হলুদ মেশানো দুধের গ্লাস। সাধারণত নববধূ নিজের হাতেই স্বামীকে খাইয়ে দেন সেই দুধ। কিন্তু এই রীতির ব্যাখ্যা কী? কেন সদ্য করা বিয়ে করা পুরুষটি দুধ খান বাসর রাতে?

বহুকাল ধরে প্রচলিত এই অভ্যাসটির রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। বেশি পরিমাণ প্রাণিজ-ফ্যাট আছে এ ধরনের প্রাকৃতিক খাদ্য আপনার যৌনজীবনের উন্নতি ঘটায়। 

যেমন, খাঁটি দুধ, দুধের সর, মাখন ইত্যাদি। বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায়। কিন্তু আপনি যদি শরীরে সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার। তবে সগুলিকে হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট।

আর এজন্যই হয়ত বাসর রাতে এক গ্লাস গরম দুধ খাওয়া ভালো। স্বামী, স্ত্রী দুজনের জন্যই।

উপরে