ত্বকের উজ্জ্বলতা বাড়াতে লেবুর ব্যবহার
গরমে একগ্লাস লবেুর শরবত মানব শরীরে দযে় প্রশান্ত।ি খাবারে লবেুর রস স্বাদ বাড়যি়ে দযে়। তাছাড়া ভটিামনি স’ির অন্যতম উৎস হসিবেে লবেু যে রোগ প্রতরিোধ ক্ষমতা বাড়াতওে কাজ করে সে কথা কমবশেি সবাই জাননে। সইে সাথে এই লবেু রূপর্চচাতওে ব্যবহার হয় নানানভাব।ে
চলুন রূপর্চচায় লবেুর নানান ব্যবহার সর্ম্পকে জনেে নযে়া যাক
মুখে ব্যবহার: লবেু প্রাকৃতকিভাবে ভটিামনি সি সমৃদ্ধ যা ত্বক ভালো রাখতে অ্যান্টঅিক্সডিন্টে হসিবেে কাজ কর।ে এই ভটিামনি ত্বকরে ক্ষয় দূর করে এবং অকালে বয়সরে ছাপ পড়া থকেে রক্ষা কর।ে ত্বক মসৃণ রাখ,ে গরম ও ঘামরে কারণে হওয়া তলৈাক্তভাব কমায়। এর অ্যান্টসিপ্টেকি উপাদান ত্বকরে মৃতকোষ এবং ব্রকে আউট দূর কর।ে
ত্বকরে উজ্জ্বলতা বাড়াতে লবেু: ডাবরে পানরি সঙ্গে লবেুর রস মশিযি়ে ত্বকে ব্যবহার করে ১৫ মনিটি অপক্ষো করুন। তারপর পরষ্কিার পানি দযি়ে মুখ ধুয়ে ফলেুন। এটা তলৈাক্ত ত্বকে খুব ভালো কাজ কর।ে যাদরে ত্বক শুষ্ক তারা ডাবরে পানরি সঙ্গে মধু মশিযি়ে ত্বকে ব্যবহার করুন, ত্বক মসৃণ হব।ে
মাথার ত্বকে ব্যবহার: লবেুতে আছে অ্যান্টসিপ্টেকি ও প্রদাহরোধী উপাদান যা মাথার ত্বক পরষ্কিার করে খুশকি ও রুক্ষতার বরিুদ্ধে কাজ কর।ে এটা উচ্চ পএিইচ সমৃদ্ধ যা চটিচটিভোব কমায়, ফলে খুশকি দূর হয়। মাথার ত্বক পরষ্কিার করতে অ্যালো ভরো জলেরে সঙ্গে লবেুর রস মশিযি়ে চুলরে গোড়ায় ব্যবহার করুন। ২০ মনিটি অপক্ষো করে শ্যাম্পু দযি়ে চুল ধুয়ে ননি ও কন্ডশিনার ব্যবহার করুন। এতে খুশকি কমার পাশাপাশি চুলরে গোড়া শক্ত হব,ে চুল পড়া কমব।ে
কালচভোব দূর কর:ে কালচে কনুই ও হাঁটুর সমস্যা অনকেরেই আছ।ে এই দাগ হালকা করতে এসব জায়গায় লবেু ও লবণরে মশ্রিণ ঘষুণ। ভটিামনি এ এবং সট্রিকি অ্যাসডি এক্ষত্রেে চমৎকার কাজ কর।ে ভালো ফলাফলরে জন্য সপ্তাহে দুতনিবার লবেু ও লবণরে মশ্রিণ আক্রান্ত স্থানে ব্যবহার করুন।
ঠোঁটে ব্যবহার: গরমকালওে ঠোঁট হতে পারে শুষ্ক ও মলনি। এই সমস্যা দূর করা যায় লবেুর সাহায্য।ে লবেু ও চনিরি মশ্রিণ আলতোভাবে ঠোঁটে মালশি করে পরষ্কিার পানি দযি়ে ধুয়ে ফলেুন।
ত্বকরে মৃত কোষ দূর করে লবেু: লবেুর রস ও বাদামি চনিি মশিযি়ে স্ক্রাব তরৈি কর।ে লবেুর অ্যাসডিকি উপাদান রাসায়নকি এক্সফলযি়টেররে চযে়ে ভালো। চনিরি দানাদার অংশ সরাসরি এক্সফলযি়টেররে কাজ কর।ে লবেু ও চনিরি সংমশ্রিণ ত্বকরে মৃত কোষ দূর করতওে র্কাযকর।