ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ৯ জুলাই, ২০২০ ১৩:০৩

করোনা রুখতে কোনটা বেশি কার্যকর, ফেস শিল্ড নাকি মাস্ক?

অনলাইন ডেস্ক
করোনা রুখতে কোনটা বেশি কার্যকর, ফেস শিল্ড নাকি মাস্ক?

বশ্বৈকি মহামারি করোনাভাইরাসরে সংক্রমণ এড়াতে মাস্ক পরার বলছেনে বশিষেজ্ঞরা। এ কারণে নয়িমতি মাস্ক পরাটা এখন অনকেরে প্রায় অভ্যাসে পরণিত হয়ছে।ে তবে বশিষে কছিু ক্ষত্রেে মাস্ক পরে থাকাটা স্বাস্থ্যরে জন্য বপিজ্জনক হতে পার।ে এ ক্ষত্রেে অবশ্য মাস্করে বকিল্প হসিবেে উঠে আসছে ফসে শল্ডিরে ব্যবহাররে কথা।

এখন প্রশ্ন হলো- করোনা থকেে সুরক্ষা দওেয়ার ক্ষত্রেে কোনটা বশেি র্কাযকর, ফসে শল্ডি নাকি মাস্ক? আসুন জনেে নওেয়া যাক- এ বষিয়ে কী বলছনে বশিষেজ্ঞরা।

বশ্বি স্বাস্থ্য সংস্থা (ডব্লউিএইচও) বলছ,ে করোনাভাইরাসরে সংক্রমণ এড়াতে মাস্ক পরা যমেন জরুর,ি তমেন কছিু কছিু ক্ষত্রেে মাস্করে ব্যবহার বপিজ্জনক হতে পার!ে

সম্প্রতি নতুন এক নর্দিশেকিায় সর্তক করে সংস্থাটি বলছে,ে শরীরর্চচা, প্রাতঃভ্রমণ, জগংি, অত্যাধকি দহৈকি পরশ্রিমযুক্ত ভারী কাজরে সময় মাস্ক পরে থাকলে শরীরে অক্সজিনেরে ঘাটতরি ফলে অস্বাভাবকি ক্লান্ত,ি শরীররে বভিন্নি অংশরে পশেতিে টান পড়া বা খঁিচুন,ি বমি ভাব, মাথা ঘোরানো এমন কি ব্রনে স্ট্রোক র্পযন্ত হতে পার।ে তাই এসব ক্ষত্রেে মাস্ক না পরাটাই শ্রয়ে। এ সময় করোনা থকেে সুরক্ষা দতিে সবচয়েে উপযুক্ত হলো ফসে শল্ডি।

গত মাসরে শুরুতে ডব্লউিএইচও-এর মহামারি বশিষেজ্ঞ মারযি়া ভ্যান করেখোভ জানান, যে ক্ষত্রেে নয়িম মনেে সামাজকি দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সে ক্ষত্রেে সাধারণ কাপড়রে মাস্কে করােনার সংক্রমণ রোখা যাবে না। এ ক্ষত্রেে একমাত্র ত্রস্তির বশিষ্টি মাস্কই সবচয়েে বশেি সুরক্ষা দতিে পারব।ে

র্মাকনি সংস্থা মায়ো ক্লনিকিরে বশিষেজ্ঞদরে মত,ে যকেোনো ত্রস্তির বশিষ্টি মাস্ক ভাইরাসরে বরিুদ্ধে প্রায় ৮৫ শতাংশ র্পযন্ত সুরক্ষা দতিে সক্ষম। তবে ফসে শল্ডি সমস্ত মুখমণ্ডলরে সুরক্ষা নশ্চিতি কর।ে

এ বষিয়ে কমেব্রজি বশ্বিবদ্যিালয়রে বশিষেজ্ঞরা জানান, করোনাভাইরাসরে সংক্রমণ এড়াতে মাস্করে থকেওে বশেি সুরক্ষা নশ্চিতি করে ফসে শল্ডি।

তাদরে মত,ে র্দীঘক্ষণ মাস্ক পরে থাকার কারণে অনকেরে মধ্যইে ইদানীং শ্বাস-প্রশ্বাস জনতি সমস্যা দখো যাচ্ছ।ে যাদরে শ্বাস-প্রশ্বাস জনতি সমস্যা আগে থকেইে রয়ছে,ে তাদরে ক্ষত্রেে র্দীঘক্ষণ মাস্ক পরে থাকা প্রায় অসম্ভব। এ ক্ষত্রেে মাস্করে সবচয়েে র্কাযকরী বকিল্প হলো ফসে শল্ডি।

মাস্করে চয়েে ফসে শল্ডি অনকে বশেি পুর্নব্যবহারযোগ্য উল্লখে করে কমেব্রজি বশ্বিবদ্যিালয়রে বশিষেজ্ঞরা জানান, এটরি ক্ষত্রেে শ্বাস-প্রশ্বাস জনতি সমস্যাও হয় না। তা ছাড়া অ-মৌখকি বা শব্দহীন যোগাযোগরে ক্ষত্রেে মাস্করে চয়েে ফসে শল্ডি অনকে বশেি সুবধিাজনক। তবে ঘনবসতপর্িূণ এলকায় মাস্ক পরাটাই শ্রয়ে। সূত্র: জনিউিজ

উপরে