ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৩ জুলাই, ২০২০ ১৭:৫০
সূত্র :

গাঁজা নিয়ে ‍উদ্ভট চাকরির বেতন ৩২ হাজার ডলার!

অনলাইন ডেস্ক
গাঁজা নিয়ে ‍উদ্ভট চাকরির বেতন ৩২ হাজার ডলার!

চাকরিপ্রার্থীকে গাঁজার গন্ধ শুকে তার গুণগত মান বলে দিতে হবে। যার জন্য দেওয়া বছরে ৩২ হাজার ডলার বা প্রায় ২৫ লাখ টাকা বেতন।   গাঁজার বিষয়ে সমীক্ষা চালায় এ ধরনের একটি ওয়েবসাইট এমন কর্মীর সন্ধান করছে, যিনি প্রতিদিন গাঁজা শুকে বলে দিতে পারবে তার গুণগত মান।

সংস্থার বক্তব্য, সেলিব্রিটি এবং মারিজুয়ানার গুণমান নির্ধারণের জন্য যিনি বিখ্যাত তার সঙ্গেও যোগাযোগ করেছিল সংস্থা।

কোম্পানির প্রতিষ্ঠাতা ব্ল্যাক বলেছেন, যা বাজারে আসবে তার সবকিছু পরীক্ষা করতে হবে প্রতিদিন। এই কাজের জন্য প্রতি মাসে দুই লাখ টাকার বেশি বেতন এবং উপহার দেওয়া হবে। এই গাঁজার মধ্যে কিছু যেমন খেতে হবে, কিছু আবার পানও করতে হবে।

এই চাকরি পেতে হলে আবেদনকারী ব্যক্তিকে ১৮ বছর পার করতে হবে এবং আমেরিকা কিংবা কানাডার বাসিন্দা হতে হবে। এই সমস্ত দেশে গাঁজা সেবন করা বা গাঁজাকে ধূমপানের জন্য ব্যবহার করা আইনসম্মত।

পাশাপাশি গাঁজা সম্পর্কে এতটা উৎসাহ কেন তা লিখে জানাতে হবে।

উপরে