ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৩৮ জন নিহত

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।
স্থানীয় সময় শনিবার ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ শোকগাথা’ হিসেবে উল্লেখ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৪৫ জন যাত্রী নিয়ে সাও পাওলো থেকে রওয়ানা হয়েছিল বাসটি। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাইওয়ে দিয়ে যাওয়ার সময়, একটি চাকার হাওয়া বেরিয়ে যায়। সে সময়, নিয়ন্ত্রণ হারিয় ফেলেন চালক।
সে সময় মুখোমুখি সংঘর্ষ হয় উল্টো দিক থেকে আসা ট্রাকের সাথে। একটি প্রাইভেট কারের সাথেও ধাক্কা লাগে বাসটির।
দুর্ঘটনার খবর পেয়ে, দ্রুত উদ্ধার অভিযানে যোগ দেন ফায়ার সার্ভিস কর্মীরা। হাসপাতালে নেয়া হয় আহতদের। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ব্রাজিলের পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।