ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬

সপরিবারে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আসাদ

নিজস্ব প্রতিবেদক
সপরিবারে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আসাদ

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার রাশিয়ায় পৌঁছেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। রাশিয়ান সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, রাশিয়া তাদের আশ্রয় দেওয়ার পর সিরিয়ার আসাদ ও তার পরিবার মস্কোতে রয়েছেন।

ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ মস্কোতে পৌঁছেছেন। রাশিয়া তাদের (তাকে এবং তার পরিবারকে) মানবিক কারণে আশ্রয় দিয়েছে।

সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ রবিবার (৮ডিসেম্বর) সকালে একটি ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়ে যান। দেশটির বিদ্রোহীরা গতকাল এ দাবি করেন। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম তাদের টেলিগ্রাম হ্যান্ডেলে বলেছে, এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা হয়েছে।

উপরে