ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬

ডোনাল্ড ট্রাম্পের শপথের আগে বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
ডোনাল্ড ট্রাম্পের শপথের আগে বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার আহ্বান

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের বেশ কিছু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থী ও স্টাফদের দ্রুত ক্যাম্পাসে ফেরার আহ্বান জানিয়েছে। ট্রাম্প প্রশাসন বিদেশিদের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে—এমন আশঙ্কায় এই আহ্বান জানানো হয়েছে।

আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। শপথের দিনই তিনি অর্থনীতি ও অভিবাসন সংশ্লিষ্ট কয়েকটি নির্বাহী আদেশ জারি করতে পারেন বলে জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ৫৪ শতাংশ ভারত ও চীনের। গত বছর ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ২৩ শতাংশ বেড়েছে, তবে চীনা শিক্ষার্থীর সংখ্যা চার শতাংশ কমেছে।

নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনী প্রচারণায় অভিবাসন ও বাণিজ্য বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন তিনি।

বিশ্লেষকরা মনে করছেন, অভিবাসী নীতিতে কঠোরতা ও বাণিজ্যে শুল্ক বৃদ্ধির মতো পদক্ষেপের কারণে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব পড়তে পারে।

উপরে