ভারতের উত্তর প্রদেশে হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় ১০ শিশুর মৃত্যু
ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজ্যের ঝাঁসি জেলায় মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। এ ছাড়াও আহত হয়েছে আরও ১৬ জন।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সেখানে ৫৪টি শিশু চিকিৎসাধীন ছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আটকে পড়া শিশু ও ডাক্তারদের উদ্ধার করা হয়।
এরমধ্যে ৩৭ শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়। কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।
এদিকে দুর্ঘটনায় শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক বলে এক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।