যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: বিপুল ব্যবধানে এগিয়ে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। এরমধ্যে পপুলার ও ইলেকটোরাল দুই দিকেই এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সবশেষ তথ্য অনুযায়ি ট্রাম ২১০টি এবং কমলা ১১৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আর পপুলার ভোট এখন পর্যন্ত ট্রাম্প প্রায় ৫২ শতাংশ এবং কমলা পেয়েছেন ৪৭ শতাংশ।
এ নির্বাচনের নির্ধারণি সাতটি অঙ্গরাজ্যের মধ্যেও নিজেদের প্রভাব ভাগাভাগি করে নিয়েছেন কমলা ও ট্রাম্প। জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনাতে পপুলার ভোটে ট্রাম্প এগিয়ে রয়েছেন। অন্যদিকে উইসকনসিন, পেনসিল্ভেনিয়া ও মিশিগানে কমলা পপুলার ভোট বেশি পেয়েছেন। আর অ্যারিজোনা ও নেভাডা অঙ্গরাজ্যের ফলাফল এখনো প্রকাশিত হয়নি।
সূত্র বলেছে, কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিজৌরি, ওকলাহোমা ও টেনেসি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন।
অপরদিকে, ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এখন তা শেষের পথে। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। এর মধ্যে ৪৩টি অঙ্গরাজ্যে রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টির দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।
তবে পপুলার ভোট দেশের জনমত বুঝতে সাহায্য করে। সর্বশেষ অবস্থা অনুযায়ী মনে হচ্ছে, ট্রাম্পেই ভরসা রাখছেন দেশটির বেশিরভাগ জনগণ।