ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
আপডেট : ৬ নভেম্বর, ২০২৪ ১০:২৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: পপুলার ভোটে এগিয়ে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: পপুলার ভোটে এগিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। তবে কিছু অঙ্গরাজ্যে ভোট শেষ পর্যায়ে। এরমধ্যে পপুলার ভোটে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রে ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

সিএনএন-এর তথ্যমতে ট্রাম্প এখন পর্যন্ত প্রায় ৫২ শতাংশ ভোট পেয়েছেন। কমলা পেয়েছেন ৪৭ শতাংশ ভোট। 

এ নির্বাচনের নির্ধারণি সাতটি অঙ্গরাজ্যের মধ্যেও নিজেদের প্রভাব ভাগাভাগি করে নিয়েছেন কমলা ও ট্রাম্প। জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনাতে পপুলার ভোটে ট্রাম্প এগিয়ে রয়েছেন। অন্যদিকে উইসকনসিন, পেনসিল্ভেনিয়া ও মিশিগানে কমলা পপুলার ভোট বেশি পেয়েছেন। 

অ্যারিজোনা ও নেভাডা অঙ্গরাজ্যের ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

দেশটিতে প্রেসডেন্ট নির্বাচিত হয় ইলেকটোরাল কলেজ ভোটে। তাই পপুলার ভোট বেশি পেয়েও ইলেকটোরাল ভোট কম পাওয়ায় ফলাফল বিপরীতে আসার ঘটনাও ঘটে।

তবে পপুলার ভোট দেশের জনমত বুঝতে সাহায্য করে। সর্বশেষ অবস্থা অনুযায়ী মনে হচ্ছে, ট্রাম্পেই ভরসা রাখছেন দেশটির বেশিরভাগ জনগণ।  

উপরে