যুক্তরাষ্ট্রে আজ প্রেসিডেন্ট নির্বাচন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনা তুঙ্গে। নির্বাচনের দুই প্রার্থী, কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প, সুইং স্টেটগুলোতে সর্বশেষ প্রচারণায় ব্যস্ত রয়েছেন।
ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস রোববার মিশিগানে প্রচারণায় গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন, যা আরব আমেরিকান ভোটারদের কাছে দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে। তিনি বলেন, গাজায় মৃত্যুর হার এবং লেবাননে বেসামরিক ক্ষয়ক্ষতি মোকাবিলা করতে তার সরকার সর্বোচ্চ প্রচেষ্টা তিনি চালাবেন।’
পাশাপাশি ইসরাইলের নিরাপত্তাও নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন কমলা হ্যারিস। গণতন্ত্র ও সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।
অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়া ও নর্থ ক্যারোলিনায় জোরালো প্রচারণা চালান। তিনি জো বাইডেনের শাসনামলকে ব্যর্থ আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ ফেরানোর প্রতিশ্রুতি দেন। ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে এবং তিনি নির্বাচিত হলে অনুপ্রবেশ বন্ধ করবেন।
উভয় প্রার্থীর বক্তব্যে যেমন কঠোর অবস্থানের প্রতিফলন দেখা গেছে, তেমনই তারা নিজ নিজ ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। বিশ্বজুড়ে এই নির্বাচন নিয়ে আলোচনা চলছে, কারণ এর প্রভাব বিশ্ব রাজনীতির গতিপথকে অনেকটাই নির্ধারণ করবে।