গাজায় ইসরাইলি হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলের চলমান আগ্রাসনে পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ইসরাইলি হামলায় ফিলিস্তিনিদের মধ্যে নিহত ও আহতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বর হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক হামলায় মোট নিহতের সংখ্যা প্রায় ৪৩ হাজার ৪০০ তে পৌঁছেছে এবং আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজার বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে অসংখ্য মানুষ আটকা পড়ে আছেন এবং প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করেও ইসরাইলের এই হামলা অব্যাহত রয়েছে, যা গাজা অঞ্চলের মানবিক সংকটকে আরও তীব্রতর করে তুলছে।
অবকাঠামো এবং জনসাধারণের ওপর আক্রমণ অব্যাহত থাকায় গাজার প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত এবং ২০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি আক্রমণের ফলে গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং সেখানে খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট বিরাজ করছে।