ঢাকা, বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
আপডেট : ২ নভেম্বর, ২০২৪ ১০:২৩

বাজি ফাটাতে গিয়ে অঘটন উলুবেড়িয়ায়, আগুনে পুড়ে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
বাজি ফাটাতে গিয়ে অঘটন উলুবেড়িয়ায়, আগুনে পুড়ে তিন শিশুর মৃত্যু

পশ্চিমবঙ্গের হাওড়ায় আতশবাজির আগুনে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) হাওড়ার উলুবেড়িয়ার বাজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উলুবেড়িয়া পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কালিপূজা উপলক্ষে শুক্রবার রাতে আতশবাজি পুড়িয়ে আনন্দ করছিল শিশু-কিশোররা। হঠাৎ আতশবাজির আগুন পাশের একটি বাড়িতে গিয়ে পড়ে। আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় ঘর থেকে সবাই বের হতে পারলেও তিন শিশু বের হতে পারে না। আগুনে ঝলসে যায় তিনজন।

এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃতরা হলো- তানিয়া মিস্ত্রী (১১), ইশান ধারা (৩) ও মমতাজ খাতুন (৫)। এছাড়াও মনীষা খাতুন নামে দগ্ধ একজন আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আতশবাজির আগুন কীভাবে বাড়িতে ছড়িয়ে পড়লো এবং এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

উপরে