ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪ ১১:৪০

ট্রাম্প ও হ্যারিসের অবস্থান কেমন?

নিজস্ব প্রতিবেদক
ট্রাম্প ও হ্যারিসের অবস্থান কেমন?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র তিন সপ্তাহ। কমলা হ্যারিস ২০২৪ সালের জাতীয় জরিপগুলোতে ডনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন, তবে গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যগুলোতে উভয়ের জরিপের ফল খুব কাছাকাছি। নির্বাচনি প্রচারণার শেষ কয়েক সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

২০২৪ সালের নির্বাচনে কে জয়ী হবে তা নির্ধারণ করতে পারে এমন সাতটি দোদুল্যমান রাজ্যের পরিপ্রেক্ষিতে, জরিপে হ্যারিস এবং ট্রাম্পের ফলের ব্যবধান খুব কম। জরিপের সমষ্টির গড়ের কোনো হিসাবেই একজন অপরজনকে ২ পয়েন্টের বেশি ব্যবধানে ধরাশায়ী করতে পারেননি।

নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিসের জয়ের সবচেয়ে পরিষ্কার পথ হবে পেনসিলভেইনিয়া, মিশিগান ও উইসকনসিনের মতো তিনটি দোদুল্যমান রাজ্যে জয়লাভ করা।

 ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার জন্য ট্রাম্পের সবচেয়ে কার্যকর পথ হবে সান বেল্ট সুইং স্টেট নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় জয়লাভ করা এবং পেনসিলভেইনিয়ার ফল উল্টে দেয়া।

রিয়েলক্লিয়ার পলিটিক্সের জরিপের গড় হিসাবে উইসকনসিনই একমাত্র রাজ্য যেখানে ট্রাম্পকে ০ দশমিক ৩ পয়েন্টে পেছনে ফেলেছেন হ্যারিস। সুতরাং এই হিসাবে ইলেকটোরাল কলেজ ভোট গণনায় হ্যারিসের ২৩৬টি ভোটের বিপরীতে ৩০২ ভোটে ট্রাম্পেরই জয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

উপরে