ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪ ১১:৩৯

ইসরায়েলি হামলায় লেবাননে মেয়রসহ ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলি হামলায় লেবাননে মেয়রসহ ৫ জন নিহত

দক্ষিণ লেবাননের নাবাতিহে পৌরসভার সদর দফতরে ইসরায়েলি বিমান হামলায় মেয়রসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি প্রাদেশিক রাজধানীতে হামলার নিন্দা করে বলেছেন, মেয়র শহরের পরিষেবা এবং ত্রাণ পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য পৌরসভার ভবনের একটি সভার আয়োজন করেন। ইসরাইল তাদের লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, নাবাতিহ এলাকায় কয়েক ডজন হিজবুল্লাহ সৈন্যকে লক্ষ্য করে হামলা করেছে। তাদের নৌবাহিনীও দক্ষিণ লেবাননে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

গত ৩ অক্টোবর প্রথমবার ইসরায়েল নাবাতিহ শহরের মানুষদের সড়ে যাওয়ার জন্য একটি উচ্ছেদের নোটিস জারি করে। এরপর রয়টার্সের একজন প্রতিবেদক মেয়র আহমেদ কাহিলকে তিনি চলে যাবেন কি-না জানতে চেয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, আমি আমার এলাকা ছেড়ে যাব না।

ইসরায়েলি অভিযানের ফলে ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে, ফ্রান্স সহ নেতৃস্থানীয় পশ্চিমা মিত্ররা অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে।

গত বছর ইসরায়েল ও হামাসের যুদ্ধের পর থেকে লেবাননে ইসরায়েলি অভিযানে অন্তত ২৩৫০ জন নিহত হয়েছেন। এই হামলায় ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

উপরে